ডিজাইন যেমন সুন্দর, পারফরম্যান্স তেমন দমদার, Kia Sonet কিনেছেন দেড় লাখের বেশি ভারতীয়

লঞ্চের দু’বছর না কাটতেই গ্রাহক সংখ্যা দেড় লাখ পার করল Kia Sonet-এর। ২০২০-এর সেপ্টেম্বরে Seltos-এর পর কিয়ার দ্বিতীয় এসইউভি মডেল হিসাবে ভারতে পা রেখেছিল সেটি। এর মধ্যেই দেড় লাখের উপরে এই গাড়ি বিক্রি হয়েছে বলে ঘোষণা করল কিয়া।

সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের মোট বিক্রিতে Kia Sonet- অবদান প্রায় এক তৃতীয়াংশ। ৩২ শতাংশের কাছাকাছি৷ কিয়া বলেছে, সনেট-এর টপ ভ্যারিয়েন্ট কিনতে পছন্দ করেছেন ২৬ শতাংশ গ্রাহক। দেশী-বিদেশি সংস্থার মধ্যে তীব্র প্রতিযোগিতা চলা কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টে কিয়া সনেট-এর এখন অংশীদারিত্ব ১৫ শতাংশ বলে দাবি করা হয়েছে।

বর্তমানে কিয়া সেল্টস-এর পর সনেট ভারতে সংস্থাটির দ্বিতীয় বেস্ট সেলিং মডেল। এখনও পর্যন্ত বিক্রি হওয়া ২৫ শতাংশ সনেট-এ IMT ট্রান্সমিশন রয়েছে। কিয়ার দাবি, গ্লেসিয়ার হোয়াইট পার্ল এবং অরোরা ব্ল্যাক পার্ল রঙ দু’টি বেশি পছন্দ করছেন গ্রাহকরা। এই দুই কালার অপশনের বিক্রি প্রায় ৪৪ শতাংশ। দেশে Kia Sonet-এর সঙ্গে Tata Nexon, Maruti Suzuki Vitara Brezza, Hyundai Venue, Renault Kiger, এবং Nissan Magnite-এর প্রতিযোগিতা চলে। গাড়িটি Tech Line ও GT Line ট্রিম অপশনে উপলব্ধ। একাধিক পাওয়ারট্রেন ভ্যারিয়েন্ট রয়েছে।

বিক্রির নতুন মাইলস্টোন প্রসঙ্গে কিয়া ইন্ডিয়ার চিফ সেলস অফিসার মিউং সিক হোন বলেন, “ভারতীয়রা এখন ডাইনামিক এবং টেক স্যাভি এবং সনেট তাদের চাহিদা সঠিক ভাবে পূরণ করতে সক্ষম। ডিজাইন ও পারফরম্যান্সের জন্য নানা সম্মান জিতে নিয়েছে গাড়িটি। সুরক্ষা ও জনপ্রিয়তা বাড়াতে সনেট-এর কমদামী ভ্যারিয়েন্টেও চারটি এয়ারব্যাগ যুক্ত করেছি আমরা।”