Samsung Galaxy A53 শীঘ্রই 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বাজারে লঞ্চ হচ্ছে, পেয়ে গেল 3C এর অনুমোদন

স্যামসাংয়ের আসন্ন স্মার্টফোন Samsung Galaxy A53 নিয়ে চর্চা অব্যাহত। সম্প্রতি এই ফোনটিকে দেখতে পাওয়া গেছে বিআইএস (BIS) সার্টিফিকেশন সাইট ও গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে। এরফলে বলা যায় ফোনটি শীঘ্রই বাজারে আসবে। তবে তার আগে এখন Samsung Galaxy A53 ফোনটি চীনা সার্টিফিকেশন সাইটে 3C থেকে অনুমোদন লাভ করেছে। এই সাইটের লিস্টিং থেকে স্যামসাংয়ের এই আসন্ন ফোনটির চার্জার সম্পর্কে জানতে পারা গেছে।

Samsung Galaxy A53 পেল 3C সার্টিফিকেশন সাইটের অনুমোদন

3C -এর সাইটে SM-A5360 মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনটি তালিকাভুক্ত হয়েছে। সাইটের লিস্টিং থেকে জানা গেছে, এই ফোনটি একটি ১৫ ওয়াটের ট্রাভেল চার্জার সহ আসবে। কিন্তু এর ফাস্ট চার্জিং সাপোর্ট সম্পর্কে এই সাইটে কিছু উল্লেখ করা হয়নি। তবে আশা করা হচ্ছে এই ফোনের ফাস্ট চার্জিংয়ের গতি ২৫ ওয়াট হবে, যেমনটা দেখা গিয়েছিল এই ফোনের পূর্বসূরি সামসাং গ্যালাক্সি এ৫২ ফোনে।

এর আগে সামনে এসেছিল যে, Samsung Galaxy A53 ফোনে ব্যবহার করা হতে পারে এক্সিনস ১২০০ অক্টা কোর প্রসেসর। এই চিপসেটের প্রথম ছ’টি কোরের ক্লকস্পিড ২ গিগাহার্টজ এবং বাকি দুটি কোর রান করে ২.২৪ গিগাহার্টজে। এই স্যামসাং স্মার্টফোনটি বাজারে আসতে পারে সর্বাধিক ৮ জিবি র‍্যাম সহ এবং রান করতে পারে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিনে।

অন্যদিকে, একটি সাম্প্রতিক রিপোর্ট প্রকাশ করেছে যে, এই নতুন স্মার্টফোনটি একটি স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্টেও আসতে পারে, যা ইউরোপীয় বাজারে পাওয়া যাবে। এও জানা গেছে যে, Samsung Galaxy A53 5G ফোনের এই গ্লোবাল ভ্যারিয়েন্টটির মডেল নম্বর হতে পারে SM-A536B।

প্রসঙ্গত, এই স্মার্টফোনে একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬.৫ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে বলে মনে করা হচ্ছে। Samsung Galaxy A53 5G ফোনটি কবে লঞ্চ হতে পারে সে সম্বন্ধে এখনও কিছু জানা যায়নি, তবে একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করার কারণে ফোনটি যে শীঘ্রই আত্মপ্রকাশ করতে পারে, তা অনুমান করাই যায়। সম্ভবত আগামী মাসে বাজারে পা রাখতে পারে স্যামসাংয়ের আসন্ন এই স্মার্টফোনটি।