নভেম্বরে বাজারে আসছে Realme Watch S, থাকবে হার্ট রেট সেন্সর

চলতি বছরের মে মাসে স্মার্টওয়াচ দুনিয়ায় প্রবেশ করেছে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা Realme। সংস্থার Realme Watch লাইনআপের প্রোডাক্টগুলি ব্যাপক সাড়া পাওয়ায়, চলতি মাসের শুরুতে IFA ইভেন্টে Realme জানিয়েছিল তারা Realme Watch S Pro নামের আরো একটি স্মার্টওয়াচ বাজারে আনার পরিকল্পনা করছে। তবে এরপর থেকে এই প্রোডাক্টটি সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। গতকাল সংস্থাটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, তারা আগামী ২রা নভেম্বর পাকিস্তানে Realme Watch S নামে একটি স্মার্টওয়াচ লঞ্চ করবে।

গত সেপ্টেম্বর মাসে একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে Realme Watch S নামের একটি স্মার্টওয়াচ মডেল দেখা গিয়েছিল। ফলে এই ঘড়িটিকে কেন্দ্র করে নানা জল্পনাও শুরু হয়েছিল। তবে এখন সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে এই নতুন স্মার্টওয়াচটির স্পেসিফিকেশনসহ অফিসিয়াল টিজার প্রকাশিত হয়েছে, যা দেখে মনে হচ্ছে নতুন প্রোডাক্টটির ডিজাইন বা ফিচার – অন্যান্য রিয়েলমি ওয়াচগুলির থেকে আলাদা হতে চলেছে। আসুন এই Realme Watch S এর স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

Realme Watch S-এর স্পেসিফিকেশন

রিয়েলমির এই নতুন ঘড়িটিতে অটো-ব্রাইটনেস সেন্সরসহ একটি ১.৩ ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে। এটি সংস্থার প্রথম স্মার্টওয়াচ যাতে অটো-ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট টেকনোলজি থাকবে। তবে এতে LCD ডিসপ্লে থাকবে নাকি OLED ডিসপ্লে – তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। Realme Watch S-এ Realme Watch S Pro-এর মতো সার্কুলার বা গোল ডায়াল থাকবে। এছাড়া এতে পাবেন দুটি গোল বাটন, যার মধ্যে একটি সম্ভবত পাওয়ার বাটন, এবং অন্যটি দিয়ে ঘড়িটি নেভিগেট করা যাবে।

রিয়েলমে দাবি করেছে, এই নতুন রিয়েলমি ওয়াচটি ১৫ দিনের ব্যাটারি লাইফ দিতে সক্ষম হবে। সম্ভবত ঘড়িটিতে ৩৯০ এমএএইচ ব্যাটারি থাকবে, এবং এটিতে একটি ম্যাগনেটিক চার্জার দেওয়া হবে। এছাড়া, Realme Watch S ধুলো এবং জল প্রতিরোধী IP68 সার্টিফিকেশন সহ আসবে।

অফিসিয়াল টিজার দেখে মনে হচ্ছে, Realme Watch S-এর সফ্টওয়্যারটি সংস্থার নিজস্ব অপারেটিং সিস্টেম হবে। যারা জানেননা তাদের বলে রাখি, রিয়েলমি ওয়াচগুলি FreeRT OS-এর ফর্কড (কাঁটাযুক্ত) ভার্সনে চলে। অন্যান্য ফিচারের কথা বললে, এই নতুন স্মার্টওয়াচটিতে একটি হার্ট-রেট সেন্সর থাকবে। এছাড়া রক্তে ​​অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণের জন্য আরো একটি সেন্সর থাকবে। আবার এতে পাবেন ১৬টি স্পোর্টস মোড।

Realme Watch S-এর দাম

আপাতত এই ঘড়িটির দাম সম্পর্কে রিয়েলমি কিছু বলেনি। এমনকি টিজারেও এই বিষয়ে কোনো ইঙ্গিত মেলেনি। তবে মনে করা হচ্ছে Realme Watch S-এর দাম ৭,০০০ টাকার মধ্যে থাকবে।