নম্বর সেভ না করেই মেসেজ পাঠাতে পারবেন WhatsApp ইউজাররা, শীঘ্রই আসছে নতুন ফিচার

বর্তমানে শুধু চ্যাটিং নয়, চটজলদি কাউকে কোনো ফাইল বা ডকুমেন্ট পাঠানোর ক্ষেত্রেও WhatsApp অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির ক্ষেত্রে সবথেকে বড়ো সমস্যার বিষয় হল, কারোর ফোন নম্বর সেভ না করলে তাকে এর মাধ্যমে কোনো মেসেজ পাঠানো সম্ভব নয়। অর্থাৎ মেসেজ পাঠাতে হলে প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তির নম্বর সেভ করতেই হবে। কিন্তু অনেক সময় আমাদের এমন কাউকে মেসেজ পাঠাবার দরকার পড়ে, যেখানে নম্বরটি সেভ করার হয়তো কোনো প্রয়োজনই নেই, কিন্তু নিয়মের খাতিরে তা করতেই হয়। সেক্ষেত্রে ইউজারদের এই সমস্যার হাত থেকে মুক্তি দিতে এবার এক নয়া ফিচার নিয়ে আসতে চলেছে WhatsApp।

WABetaInfo-র সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি এবার এমন একটি ফিচার নিয়ে আসতে চলেছে যার মাধ্যমে নম্বর সেভ না করেই যে কাউকে মেসেজ পাঠানো যাবে। এক্ষেত্রে WABetainfo জানিয়েছে যে, অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২২.৮.১১-এ এই ফিচারটিকে দেখা গেছে। বর্তমানে এই ফিচারটি বিকাশের অধীনে রয়েছে, তবে ঠিক কবে এটির স্টেবল রোলআউট হবে, সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কোনো তথ্য জানা যায়নি।

WABetainfo-র রিপোর্ট অনুযায়ী, যখন কোনো আনসেভড নম্বরে মেসেজ পাঠানোর প্রয়োজন হবে, তখন সেই নম্বরের ওপরে দীর্ঘক্ষণ প্রেস করতে হবে। এরপর সেখানে অনেকগুলি অপশন আসবে, যার মধ্যে হোয়াটসঅ্যাপ মেসেজ অপশনটিও দেখা যাবে। ওই অপশনে ক্লিক করলে সেটি হোয়াটসঅ্যাপের মধ্যে রিডাইরেক্ট হবে, এবং সরাসরি ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটিতে ওই নম্বরের চ্যাট উইন্ডো ওপেন হবে। আর এর ফলে সেভ না করেই কাউকে মেসেজ পাঠানোর কাজটি যে জলবৎ তরলং হয়ে যাবে, সেকথা নিশ্চয়ই আর আলাদা করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই।

অন্যদিকে, হোয়াটসঅ্যাপ খুব শীঘ্রই একাধিক গ্রুপে মেসেজ ফরোয়ার্ড করার পথে বাধার সৃষ্টি করতে চলেছে বলে জানা গিয়েছে। আগামী দিনে, একবারে একাধিক গ্রুপে কোনো ফরোয়ার্ডেড মেসেজ আর সেন্ড করা যাবে না। ফলে ইউজাররা যদি কোনো ফরোয়ার্ডেড লেবেলযুক্ত মেসেজ সেন্ড করতে চান, তবে সেটিকে একবারে একাধিক গ্রুপ চ্যাটে সেন্ড না করে আলাদা-আলাদাভাবে প্রতিটি গ্রুপে ফরোয়ার্ড করতে হবে। এর ফলে ভুয়ো খবরের প্রচার কিছুটা হলেও রোধ করা যাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।