Android ফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, শীঘ্রই পাবেন না নেটওয়ার্ক ছাড়াও কল বা মেসেজ করার সুবিধা

Qualcomm-এর স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপে Snapdragon Satellite প্রযুক্তি সাপোর্ট করে

বেশ কয়েক বছর আগে থেকেই Apple iPhone গুলি স্যাটেলাইট বেসড নেটওয়ার্ক ব্যবহারে সক্ষম। তবে, এখনও হাতে গোনা কয়েকটা মডেল ছাড়া খুব বেশি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই ফিচার যোগ করেনি সংস্থাগুলি। যদিও কিছু মাস আগে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে স্যাটেলাইট পরিষেবা দেওয়ার জন্য ইউএস-ভিত্তিক চিপমেকার কোয়ালকমের (Qualcomm) সাথে ইরিডিয়ামের (Iridium) অংশীদারিত্ব হয়েছিল। কিন্তু সম্প্রতি পাওয়া খবর থেকে জানা যায় এই সংস্থা দুটির অংশীদারিত্ব শেষ হয়েছে। ফলে স্ন্যাপড্রাগন প্রসেসর চালিত অ্যান্ড্রয়েডে স্যাটেলাইট বেসড সার্ভিস পাওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ব্যবহারকারীদের।

এই অংশীদারিত্বের পর সংস্থা দুটি টু-ওয়ে স্যাটেলাইট কানেকশন লঞ্চ করার কথা ঘোষণা করেছিল। তবে এখন অংশীদারিত্ব শেষ হবার ফলে সে সম্ভবনা আর নেই। উল্লেখ্য, এই পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীরা জরুরি অবস্থায় সেলুলার নেটওয়ার্ক বিহীন এলাকা থেকে মেসেজ পাঠাতে এবং গ্রহণ করতে পারবেন। কারণ, স্যাটেলাইট কানেকশনের জন্য, চিপমেকারের ইরিডিয়ামের লো-আর্থ অরবিট স্যাটেলাইট ব্যবহার করার পরিকল্পনা ছিল।

কেন কোয়ালকম ইরিডিয়ামের সাথে অংশীদারিত্ব শেষ করেছে?

ইরিডিয়াম সম্প্রতি একটি প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছিল যে, কোয়ালকমের সাথে মিলে তারা অ্যান্ড্রয়েড ফোনের জন্য স্যাটেলাইট বেসড কানেকশন ফিচার ডেভেলপ করেছে। পাশাপাশি তারা সফলভাবে এই প্রযুক্তির প্রদর্শনও করেছে। তবে, স্মার্টফোন ব্র্যান্ডগুলি এই ফিচারটি ব্যবহার না করায় চিপমেকারটি চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, Qualcomm-এর স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপে Snapdragon Satellite প্রযুক্তি সাপোর্ট করে। তবে, নির্মাতারা তাদের ডিভাইসে অতিরিক্ত অ্যান্টেনা হার্ডওয়্যার যোগ করলে তবেই এটি ফোনে অ্যাক্টিভ করা যেতে পারে।

সিএনবিসিকে কোয়ালকম জানিয়েছে, স্মার্টফোন ব্র্যান্ডগুলি স্ট্যান্ডার্ড-বেসড টু-ওয়ে স্যাটেলাইট কানেক্টিভটি ব্যবহার করতে পছন্দ করে। তাই তারা তাদের ডিভাইসে কোয়ালকমের মালিকানাধীন প্রযুক্তি আনার পরিকল্পনা করছে না। এই কারণেই তারা ইরিডিয়ামের সাথে তাদের অংশীদারিত্ব শেষ করেছে।

কোয়ালকমের সাথে এই চুক্তিটি শেষ হওয়ার সাথে সাথে, ইরিডিয়ামের সাথে বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড, অন্যান্য চিপসেট নির্মাতা এবং ওএস ডেভেলপাররা সরাসরি অংশীদারিত্ব করতে পারে।

প্রসঙ্গত, আইফোন নির্মাতা Apple ইতিমধ্যেই “Emergency SOS with Satellite” পরিষেবা প্রদানে ব্যাপক বিনিয়োগ করছে। সংস্থাটি ২০২২ সালে তাদের iPhone 14 সিরিজ লঞ্চ করার সময় এই পরিষেবাটির ঘোষণা করেছিল।