Lucid Gravity: এক চার্জেই 708 কিমি, দুর্ধর্ষ বৈদ্যুতিক গাড়ির আগমনে বাজার তুলকালাম!

Avatar

Published on:

Lucid Gravity Electric SUV Launch Date

বৈদ্যুতিক গাড়ির বাজারে ধনকুবের ইলন মাস্কের সংস্থা টেসলার অন্যতম প্রতিপক্ষ হল আমেরিকারই প্রতিষ্ঠান,
লুসিড। যারা Lucid Air ইলেকট্রিক সেডান লঞ্চ করে সমীহ আদায় করে নিয়েছে। ১ হাজার হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন এই গাড়ির ঘন্টা প্রতি সর্বোচ্চ গতিবেগ ৩৪৯ কিমি। এবার লুসিডের তরফে তাদের দ্বিতীয় মডেলের ঘোষণা করা হল। Lucid Gravity নামের সাত আসনের ওই ফুল ইলেকট্রিক এসইউভি ৩.৫ সেকেন্ডের কম সময়ে ০-৬০ মাইল/ঘন্টার (৯৬ কিমি/ঘন্টা) গতি তুলতে সক্ষম বলে দাবি করা হয়েছে। লুসিড গ্র্যাভিটির রেঞ্জ শুনলেও তাক লেগে যাবে।

Lucid Gravity: স্পেসিফিকেশন ও ফিচার্স

লুসিড গ্র্যাভিটি থেকে ৮০০ হর্সপাওয়ারের বিপুল ক্ষমতা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। লঞ্চ হবে আগামী বছর। গাড়িটির দাম ৮০,০০০ ডলারের মধ্যে থাকবে বলে প্রাথমিকভাবে জানিয়েছে লুসিড, ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৬৬.১ লক্ষ টাকা। দাম শুনেই বোঝা যাচ্ছে এটি প্রিমিয়াম মডেল হিসাবে লঞ্চ হবে। লস অ্যাঞ্জেলস অটো শো-তে প্রথম জনসমক্ষে আসবে এটি।

লুসিড গ্র্যাভিটি গাড়িটির ব্যাটারি প্যাক সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। তবে মনে করা হচ্ছে, এতে ৮৮ থেকে ১১৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ব্যবহার করা হতে পারে। গাড়িটি আল্ট্রা-ফাস্ট ডিসি ফাস্ট চার্জারের মাধ্যমে মাত্র ১৫ মিনিটেই ৩০০ কিলোমিটার পথ চলার শক্তি অর্জন করতে পারবে।

Lucid Gravity Electric SUV

কোম্পানির দাবি, লুসিড গ্র্যাভিটি ফুল চার্জ থাকলে ৭০৮ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। গাড়িটির ভিতরে উঁকি মারলে চোখধাঁধিয়ে যাবে। 6K ডিসপ্লে সহ ৩৪ ইঞ্চি ফ্লোটিং স্ক্রিন চালকের সামনের ড্যাশবোর্ড জুড়ে বিস্তৃত। এছাড়াও, অ্যাডাপ্টিভ এলইডি হেডলাইট, ২২টি স্পিকার দিয়ে গঠিত অডিও সিস্টেম এবং অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমের মতো অত্যাধুনিক প্রযুক্তি থাকছে।

সঙ্গে থাকুন ➥