ইলেকট্রিক স্কুটার চালিয়ে 2 কোটি লিটার পেট্রল সাশ্রয়, বায়ুদূষণ কমানোর লক্ষ্যে সফল Ola

Avatar

Published on:

Ola E-Scooter saved over 2 crore liters Petrol in 18 months

বিক্রি হয়ে যাওয়া ইলেকট্রিক স্কুটারের পরিসংখ্যান প্রকাশ করল ওলা ইলেকট্রিক (Ola Electric)। সংস্থার কর্ণধার ভাবিশ আগারওয়াল বলেছেন, তাঁদের ব্যাটারি চালিত টু-হুইলারগুলি এখনও পর্যন্ত ১০০ কোটি কিলোমিটার পথ ছুটেছে। ১৮ মাসে বিক্রি হওয়া সকল স্কুটার সম্মিলিতভাবে এই মাইলফলক স্পর্শ করেছে। এর ফলে দেশের ২ কোটি লিটার পেট্রোল সাশ্রয় হয়েছে বলে দাবি করেছেন ভাবিশ। এতে পরিবেশ দূষণ রোধের পাশাপাশি জ্বালানি খরচ সাশ্রয় হয়েছে।

এখনও পর্যন্ত ২ লক্ষ ৫০ হাজার ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে ওলার ইলেকট্রিক স্কুটার। ভাবিশ আগরওয়াল টুইটারে লিখেছেন, “এবং আমাদের যাত্রা দ্রুত গতিতে ত্বরান্বিত হচ্ছে!” কোম্পানি ২০২১-এর আগস্টে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল। সে বছর ডিসেম্বর থেকে প্রথম ডেলিভারি শুরু হয়েছিল।

প্রথমে দুটি ভার্সনের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল ওলা – S1 ও S1 Pro। গত বছর তারা সবচেয়ে সস্তার মডেল হাজির করে। যেটি হল – S1 Air। ইতিমধ্যেই এর বুকিং গ্রহণ শুরু হয়েছে। জুলাই থেকে S1 Air-এর ডেলিভারি দেওয়া শুরু হবে বলে জানিয়েছে ওলা। ব্যাটারি প্যাকের উপর নির্ভর করে মোট তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ এটি – ২, ৩ ও ৪ কিলোওয়াট আওয়ার।

প্রসঙ্গত, সম্প্রতি ওলা ভারতে তাদের ব্যাটারি সেলের গিগাফ্যাক্টরি নির্মাণের কাজ শুরু হওয়ার কথা জানিয়েছে। তামিলনাড়ুর কৃষ্ণাগিরিতে গড়ে তোলা হচ্ছে এটি। ওলার বক্তব্য, ভারতের মধ্যে এটি বৃহত্তম ইভি ব্যাটারি সেল ম্যানুফ্যাকচারিং ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করবে। যার বার্ষিক উৎপাদনের সক্ষমতা হবে ১০ গিগাওয়াট আওয়ার।

সঙ্গে থাকুন ➥