Tata Tiago EV-র বাজার খেতে ভারতে সস্তায় আসছে Renault Kwid EV, মাইলেজ দুর্ধর্ষ

Avatar

Published on:

Renault Kwid EV launch Next Year

গাড়ি সংস্থাগুলির সংগঠন ফাডা (FADA)-র প্রকাশিত তথ্য অনুযায়ী এ বছর জুলাইয়ে প্যাসেঞ্জার ভেহিকেল বিক্রিতে ভারতে গাড়ি বিক্রিতে দশ নম্বরে অবস্থান করছে রেনো ইন্ডিয়া (Renault India)। তবে হাল ছাড়তে নারাজ ফরাসি সংস্থাটি। আগামী কয়েক বছরের মধ্যে নিজেদের অবস্থান উন্নত করতে একাধিক নতুন মডেল লঞ্চের পরিকল্পনা করছে সংস্থা। যার মধ্যে রয়েছে ইলেকট্রিক ভেহিকল।

Renault ভারতে ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে

ইটো অটোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, রেনো আগামী তিন থেকে চার বছরের মধ্যে ৯টি নতুন গাড়ি এদেশের বাজারে লঞ্চের পরিকল্পনা করছে। যার মধ্যে বিদ্যমান গাড়ির নতুন ভার্সন যেমন থাকবে তেমনই নয়া ইলেকট্রিক ভেহিকেলের দেখা মিলবে। এই প্রসঙ্গে রেনো ইন্ডিয়া’র সিইও এবং এমডি ভেঙ্কট মামিলাপাল্লে জানান, আসন্ন ৯টি মডেলের মধ্যে নিদেনপক্ষে দুটি হবে ব্যাটারি চালিত। প্রথমদিককার মডেলগুলি পরের বছর অথবা ২০২৫-এর শুরুতে বাজারে আসবে।

রিপোর্টে বলা হয়েছে, সংস্থার প্রথম ইলেকট্রিক মডেল হিসাবে ভারতে Kwid EV আসতে পারে। যা একটি এন্ট্রি-লেভেল হ্যাচব্যাক। অল ইলেকট্রিক ভার্সন কিনতে ১০ লক্ষ টাকার (এক্স-শোরুম) কম বা তার আশেপাশে খরচ হবে বলেই অনুমান। উল্লেখ্য, কুইডের বৈদ্যুতিক অবতার ইউরোপে Spring Electric নামে বিক্রি করে রেনোর মালিকানাধীন সংস্থা Dacia। এটি ইউরোপের সবচেয়ে সস্তা ইভি।

নতুন Renault Kwid EV এদেশে উপলব্ধ Tata Tiago EV, MG Comet EV ও Citroen eC3-এর সাথে টক্কর নেবে। জানিয়ে রাখি Kwid EV-র ইউরোপীয় ভার্সন অর্থাৎ Spring Electric-এ রয়েছে ২৬.৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যা থেকে সর্বোচ্চ ২২৫ কিলোমিটার রেঞ্জ মেলে। ৩০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জারের মাধ্যমে ব্যাটারিটি ০-৮০% চার্জ হতে এক ঘন্টারও কম সময় লাগে। এর আউটপুট ৪৪ এইচপি এবং ১২৫ এনএম টর্ক। একই স্পেসিফিকেশন ভারতীয় মডেলেও দেখা যেতে পারে। তবে Tiago EV-র সমকক্ষ হতে আরও শক্তিশালী ব্যাটারি অপশন অফার করতে পারে সংস্থা, যা ৩০০ কিমির বেশি রেঞ্জ দিতে সক্ষম হবে।

সঙ্গে থাকুন ➥