Tata Power: আর চিন্তা নেই! ব্যাটারি গাড়ির চার্জিং পয়েন্টের সংখ্যা 1,000 ছুঁল এই শহরে

Avatar

Published on:

Tata Power Hits Milestone

বৈদ্যুতিক যানবাহনের চল বাড়ানোর একমাত্র চাবিকাঠি হচ্ছে দেশে পর্যাপ্ত পরিমাণে চার্জিং স্টেশন গড়ে তোলা। আর টাটা পাওয়ার (Tata Power) সেই কর্মযজ্ঞেই ব্রতী হয়েছে। সংস্থাটি গতকাল ঘোষণা করেছে শুধু মুম্বাইতেই এখনও পর্যন্ত ১,০০০-এর বেশি ইলেকট্রিক ভেহিকেল চার্জার গড়ে তুলেছে তারা। যা আগামীতে সেই শহরে পরিবেশবান্ধব যানবাহনের বিক্রি বাড়াতে সহায়তা করবে বলেই আশাবাদী টাটা।

১,০০০-এর বেশি ইভি চার্জার বসিয়েছে Tata Power

দেশের মধ্যে ইলেকট্রিক ভেহিকেল চার্জারের অন্যতম বৃহত্তম নেটওয়ার্কের অধিকারী টাটা পাওয়ার। এক হাজার চার্জার বসানোর পর এবারের সংস্থার লক্ষ্য আরও চার হাজার চার্জার ইন্সটল করার। বর্তমানে পাবলিক এরিয়াতে টাটা পাওয়ার-এর ৪৪টি, আবাসিক অঞ্চলে ৩৮৫টি এবং মল, হোটেল এমন কমার্শিয়াল ক্ষেত্রে ৫৮টি চার্জার রয়েছে। এছাড়া অন্যান্য জায়গায় আছে আরও ৫৩১টি চার্জার।

মুম্বাই-পুনে হাইওয়েতে ১৯টি ও মুম্বাই-গোয়া হাইওয়েতে ২৬টি ফাস্ট চার্জিং পয়েন্ট গড়ে তুলেছে টাটা পাওয়ার। কোম্পানি সূত্রে খবর, মহারাষ্ট্রে এখনো পর্যন্ত ৪,০০০ চার্জিং পয়েন্ট বসিয়েছে টাটা পাওয়ার। এছাড়া ভারতের ৪৭৫টি শহর এবং মফস্বলে তাদের চার্জার বসানো রয়েছে।

প্রসঙ্গত, বিশ্বের যে কোন প্রান্তে ব্যাটারি চালিত যানবাহনের কেনার পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে বলিষ্ঠ চার্জিং নেটওয়ার্ক গড়ে তোলা, অতিই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাবলিক স্পেসে যত বেশি চার্জিং পয়েন্ট থাকবে, সেই অঞ্চলে ইলেকট্রিক ভেহিকেল ব্যবহারের সংখ্যাও বাড়তে থাকবে।

সঙ্গে থাকুন ➥