গুগল ম্যাপের মাধ্যমে কিভাবে শেয়ার করবেন লাইভ লোকেশন

যত দিন যাচ্ছে Google Maps এর জনপ্রিয়তা তত বাড়ছে। গুগলের নিত্যনতুন আপডেট এই অ্যাপকে করে তুলছে আরও বেশি উপযোগী। এই কারণেই যেকোনো জায়গায় আপনার গাইড হিসেবে সহজলভ্য এবং বিশ্বস্ত বিকল্প হল গুগলের এই ম্যাপ পরিষেবা। তবে কেবল নতুন জায়গা চেনানোর কাজে নয়, আপনি বাইরে বেরিয়ে বাড়ির লোকজন কে নিশ্চিন্তে রাখতে পারেন এই অ্যাপের মাধ্যমে লাইভ লোকেশন শেয়ার ফিচার ব্যবহার করে। এই ফিচারের মাধ্যমে আপনি যে জায়গায় অবস্থান করছেন সেটি বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করতে পারেন। আসুন জেনে নিই কিভাবে Google Maps ব্যবহার করে লাইভ লোকেশন শেয়ার (live location share) করা যায়।

গুগল ম্যাপের মাধ্যমে কিভাবে লাইভ লোকেশন শেয়ার করবেন

– সর্বপ্রথম গুগল ম্যাপ ওপেন করুন এবং সাইন ইন করুন।

– এবার ডান দিকে প্রোফাইল ফটো -র ওপর ট্যাপ করুন।

– এরপর ‘লোকেশন শেয়ারিং’ এর ওপর ট্যাপ করুন।

– এবার আপনি সেই মানুষটিকে নির্বাচন করতে পারবেন যার সাথে লোকেশন শেয়ার করবেন।

– অথবা লিংক কপি করতে পারেন ‘Copy to clipboard’ অপশন ব্যবহার করে।

– এই লিংক আপনি টেক্সট, ইমেল, বা যেকোনো মেসেজিং অ্যাপে শেয়ার করতে পারবেন।

– এখানে আপনি কতক্ষন লোকেশন শেয়ার করবেন তা নির্বাচন করতে পারেন।