এই দেশে নিষিদ্ধ হল Samsung Galaxy সিরিজের ৬১টি ফোন

ভারত তথা বিশ্ববাজারে স্মার্টফোন বিক্রেতা হিসেবে Samsung (স্যামসাং)-বরাবরই জনপ্রিয়তার শীর্ষে থাকে। অত্যাধুনিক ফিচার থাকার কারণে সংস্থার ফোনগুলি কমবেশি সবাই পছন্দ করেন। কিন্তু এবার রাশিয়ার বাজারে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টের কিছু ফোন আর বিক্রি হবে না বলেই সম্প্রতি জানা গিয়েছে। আসলে মস্কোর একটি সালিসি আদালত Samsung-কে নির্বাচিত কিছু স্মার্টফোন মডেল বিক্রি করতে নিষেধ করেছে। রিপোর্ট অনুযায়ী, নিষিদ্ধ এই তালিকায় মোট ৬১টি Galaxy (গ্যালাক্সি) ফোনের নাম রয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে হালফিলে লঞ্চ হওয়া Galaxy Z Flip 3 (গ্যালাক্সি জেড ফ্লিপ ৩) মডেলটিও। মূলত সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি SQWIN SA-এর মালিকানাধীন পেটেন্ট লঙ্ঘন (স্যামসাং পে-র ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে) করার কারণে জনপ্রিয় কোম্পানিকে স্মার্টফোনগুলির আমদানি ও বিক্রয় বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত।

রিপোর্টে বলা হয়েছে যে, SQWIN SA, প্রায় আট বছর আগে রাশিয়ার বাজারে পেমেন্ট সংক্রান্ত একটি প্রযুক্তি বিকাশের জন্য পেটেন্ট দায়ের করে। অন্যদিকে, স্যামসাং ২০১৫ সালে তার পেমেন্ট সিস্টেম ‘Samsung Pay’ চালু করে এবং ২০১৬ সালে রাশিয়ায় এই পরিষেবা প্রসারিত করে। এই পেমেন্ট সিস্টেমটি SQWIN SA-র কপি বলে অভিযোগ।

রাশিয়ায় কোন কোন Samsung স্মার্টফোন নিষিদ্ধ হয়েছে?

ওই দেশের আদালত, স্যামসাংকে ২০১৭ সালে চালু হওয়া Galaxy J5 স্মার্টফোন বিক্রি করতে নিষেধ করেছে। তবে নিষিদ্ধ হওয়া ৬১টি ফোনের মধ্যে এই বছর বাজারে আসা Galaxy Fold 3 এবং Flip 3 মডেলগুলিরও নাম রয়েছে, যেমনটা শুরুতেই বলেছি। এদিকে আদালতের এই রায়ের বিরুদ্ধে স্যমসাং পাল্টা আপিল করেছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, কাউন্টারপয়েন্ট রিসার্চের মতে বছরের প্রথম প্রান্তিকে স্যামসাং রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বিক্রেতা ছিল। আর স্যামসাং পে (Samsung Pay), সেদেশের তৃতীয় জনপ্রিয় কন্ট্যাক্টলেস পেমেন্ট সিস্টেম, যা রাশিয়ার প্রায় ১৭% মানুষ ব্যবহার করে। তাই সংস্থার ওপর এহেন নিষেধাজ্ঞার খাঁড়া নেমে আসার বিষয়টি বেশ অপ্রত্যাশিত!

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন