iPhone ও iPad ব্যবহারকারীদের জন্য সুখবর, চলে এল ম্যাক্রো মোড

এবার থেকে সমস্ত iPhone-এই উপলব্ধ হবে ম্যাক্রো মোড, যার সৌজন্যে রয়েছে Halide নামক জনপ্রিয় অ্যাপ। iPhone এবং iPad-এর ক্যামেরা আরও উন্নত করে তোলার জন্য অ্যাপটির জগৎজোড়া নাম। সম্প্রতি অ্যাপটির ২.৫ ভার্সনে একটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে, যার ফলে এখন সমস্ত iPhone-এই ম্যাক্রো মোড ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। Neural Macro নামের এই মোডটি ম্যানুয়াল ফোকাস মোডের মাধ্যমে অ্যাপে অ্যাক্সেস করা যেতে পারে। এনাবেল করার পর এই অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আপনার iPhone-এর পিছনের লেন্সটি সিলেক্ট করবে যার ফোকাসিং ডিসটেন্স সবচেয়ে কম।

GSMArena-র রিপোর্ট অনুযায়ী, ইমেজের গুণমানকে কোনোভাবে প্রভাবিত না করে প্রয়োজন মতো কোনো ইমেজ ক্রোপ করে ক্যাপচার করার জন্য হ্যালিডের নিউরাল ম্যাক্রো একটি ২এক্স ডিজিটাল জুম প্রয়োগ করে। এটি ২এক্স এবং ৩এক্স উভয় মোডে কাজ করে। তবে ২এক্স এবং ৩এক্স জুম-এর প্রয়োগ অনেকটা ইমেজ এডিট করার মতো, এবং আপনি যদি এডিট এবং ক্রপ না করা মূল ইমেজটি পেতে চান, তাহলে তার জন্য আপনাকে Edit এবং Restore-এ যেতে হবে।

আপনাদেরকে জানিয়ে রাখি যে হ্যালিড, iPhone 13 Pro ফোনের আল্ট্রা-ওয়াইড লেন্সের ইন-বিল্ট ম্যাক্রো মোড ফাংশনালিটি ট্যাপ করতে পারে। পাশাপাশি এটি আপনার ডিফল্ট ক্যামেরা অ্যাপের চেয়েও ভালো ম্যাক্রো ইমেজের জন্য নিউরাল ম্যাক্রো ফিচার সরবরাহ করতে সক্ষম।

যাইহোক সমস্ত Halide II সাবস্ক্রাইবাররা Halide 2.5 আপডেট পাবেন। অ্যাপটির এই নতুন ফিচার ইউজারদের iPhone ব্যবহারের এক্সপেরিয়েন্সকে আরও উন্নত ও সুসমৃদ্ধ করতে সহায়তা করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন