দুবছর পর Xiaomi কে হারিয়ে ভারতের প্রথম স্মার্টফোন কোম্পানি হল Samsung

Samsung না Xiaomi – ভারতীয় স্মার্টফোন বাজারের ‘আল্টিমেট বস’ কে, তা নিয়ে এবার মার্কেট রিসার্চার সংস্থাদের মধ্যেও দ্বিমত দেখা দিল। প্রখ্যাত দুই মোবাইল নির্মাতা সংস্থার প্রতিযোগিতায় আলাদা আলাদা সমীক্ষক গোষ্ঠী পরস্পরবিরোধী তথ্য নিয়ে আসরে অবতীর্ণ হল। এমাসের শুরুতে Counterpoint এর সমীক্ষায় জানানো হয়েছিল, গত আগস্ট মাসের বিক্রির নিরিখে ভারত সহ সারাবিশ্বে প্রথমস্থানে আছে দক্ষিণ কোরিয়ান কোম্পানি Samsung। কিন্তু আরেকটি সংস্থা Canalys তাদের বিবরণে ঠিক উল্টো তথ্যই জানায়। তাদের হিসেব অনুযায়ী, শেষ ত্রৈমাসিকে ভারতে সর্বাধিক পরিমাণে স্মার্টফোনের বিক্রেতা শাওমি। কিন্তু কিছু দিন যেতে না যেতেই Counterpoint, Canalys এর দাবীকে খারিজ করে দিয়েছে। তারা জানিয়েছে, চলতি বছরের শেষ ত্রৈমাসিকের বিক্রিতেও স্যামসাং, শাওমির তুলনায় অনেকটা এগিয়ে‌।

কাউন্টারপয়েন্টের এই সমীক্ষা অনুযায়ী, পরপর দুই বছর পিছিয়ে থাকার পর চলতি বছরে স্যামসাং প্রায় ৩২ শতাংশ বৃদ্ধির মুখ দেখেছে। ভারতের স্মার্টফোন বাজারে তাদের এই অগ্রগতি শাওমিকেও পেছনে ফেলেছে বলেই কাউন্টারপয়েন্টের দাবী। শুধু শেষ ত্রৈমাসিকেই Samsung ভারতীয় স্মার্টফোন বাজারের প্রায় ২৪ শতাংশ শেয়ার দখল করেছে, যেথানে মুখ্য প্রতিদ্বন্দ্বী Xiaomi -র বাজার শেয়ার ২৩ শতাংশ। অন্যদিকে ১৭, ১৬ ও ৮ শতাংশ শেয়ারের অধিকারী Vivo, Realme এবং Oppo যথাক্রমে তৃতীয়, চতু্র্থ ও পঞ্চম স্থানে রয়েছে।

শেষ ত্রৈমাসিকে স্যামসাং তাদের বিপণনে কিছু বিশেষ পরিবর্তন নিয়ে আসে। সম্প্রতি তারা অনলাইন বিক্রিতে জোর দেওয়ার সাথে আয়াসসাধ্য দামের মধ্যে একাধিক নতুন স্মার্টফোন লঞ্চ করে। তাছাড়া এই পর্বে বাজারের চাহিদা অনুযায়ী তারা স্মার্টফোন সরবরাহ করে গিয়েছে। যা তাদের অধিক স্মার্টফোন বিক্রি করতে সাহায্য করেছে। এদিকে Gadgets Now এর হিসেব অনুযায়ী শুধুমাত্র বছরের তৃতীয় ত্রৈমাসিকে ভারতে প্রায় ৫৩ মিলিয়ন ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছে যা পূর্বের বছরের তুলনায় ৯ শতাংশ বেশী। কাউন্টার পয়েন্ট এই সমীক্ষাকে অভ্রান্ত বলে স্বীকার করেছে। বিশেষত সেপ্টেম্বর মাসে ভারতে রেকর্ড পরিমাণ স্মার্টফোন বিক্রি হয়েছে বলে তাদের দাবী।

কাউন্টারপয়েন্টের বিশ্লেষক প্রাচীর সিংহের মতে শেষ কয়েকমাসে ভারতীয় স্মার্টফোন বাজার তার উত্থানের দিশা খুঁজে পেয়েছে, আর সেক্ষেত্রে তার মূল পথপ্রদর্শক স্যামসাং। আরেক বিশ্লেষণকারী শিল্পী জৈনের বক্তব্য – ‘প্রাথমিকভাবে ভারতীয় নাগরিকদের চীনবিরোধী মনোভাব স্মার্টফোন বিক্রির ওপর প্রভাব ফেললেও, ক্রমে সেই প্রবণতা কমে আসে। এখন নতুন ফোন কেনার ক্ষেত্রে মানুষ প্রোডাক্টের গুণগত মান, মূল্য, বিশেষত্ব প্রভৃতির ওপরেই নজর রাখছেন। এক্ষেত্রে স্যামসাং বাকি স্মার্টফোন প্রস্তুতকারীদের সামান্য পিছনে ফেলেছে।’