হ্যাকারদের হাত থেকে বাঁচতে ‘Airtel Secure’ ব্যবহার করতে পারবে সমস্ত সরকারি দপ্তর

সাইবার দুনিয়ায় হ্যাকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা। এর হাত থেকে ব্যবসায়িক কাস্টমারদের বাঁচাতে কিছুদিন আগে অত্যাধুনিক সাইবার সিকিউরিটি সলিউশন ‘Airtel Secure’ লঞ্চ করেছিল Airtel । যার মূল লক্ষ্য ছিল সাইবার হামলার হাত থেকে ইউজারদের সুরক্ষিত রাখা। এবার সেই লক্ষ্যে আর-এক ধাপ এগিয়ে গেল ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানিরটি। বুধবার Airtel-এর তরফে জানা গেছে যে, তারা সাইবার সিকিউরিটি সার্ভিসের জন্য কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম ( CERT-IN)- এ এমপ্যানেলমেন্ট পেয়েছে। অর্থাৎ এখন Airtel-এর কর্পোরেট গ্রাহক ছাড়াও কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং পাবলিক সেক্টরগুলিও ‘Airtel Secure’ ব্যবহার করার সুযোগ পাবে।

প্রসঙ্গত জানিয়ে রাখি,’Airtel Secure’ মারফত সংস্থাটি তার এন্টারপ্রাইজ গ্রাহকদের এন্ড-টু-এন্ড নিরাপত্তা সুরক্ষা প্রদান করে। Airtel Secure-এর একটি অংশ হল তাদের অত্যাধুনিক সিকিউরিটি ইন্টেলিজেন্স সেন্টার, যেখানে AI/ML টুলসের মতো অত্যাধুনিক সব প্রযুক্তি রয়েছে। এর সাহায্যে সম্ভাব্য বিপদ (যেমন কোনো অনলাইন হুমকির উৎস সন্ধান এবং সেগুলিকে যথাযথভাবে প্রতিহত করা) আগাম অনুমান করেই সেগুলিকে আটকাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় । এন্ডপয়েন্ট প্রোটেকশন, ক্লাউড DDOS প্রোটেকশন সহ আরো অনেক সুবিধা প্রদানের পাশাপাশি নেটওয়ার্ক আরো সুরক্ষিত করার জন্য Cisco, Radware, VMWare এবং Forcepoint-এর মতো গ্লোবাল লিডারদের সাথে পার্টনারশিপও করেছে Airtel।

তবে এই CERT-IN-এ এমপ্যানেলমেন্ট নিঃসন্দেহে Airtel-এর মুকুটে একটি নতুন পালক যুক্ত করেছে। এই প্রসঙ্গে Airtel বিজনেস-এর পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় চিটকারা বলেন, “বিশ্বব্যাপী ১ মিলিয়নেরও বেশি গ্রাহকের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সংস্থা Airtel। বর্তমান ডিজিটাল দুনিয়ায় সাইবার সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। CERT-IN-এ এমপ্যানেলমেন্ট আমাদের আগামী দীর্ঘ পথ চলার ক্ষেত্রে একটি অন্যতম প্রধান মাইলফলক। এর ফলে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা ‘Airtel Secure’ ব্যবহার করতে অবশ্যই আগ্রহী হবে।”

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন