5G সাপোর্ট সহ Vivo Y21T ভারতে আসছে ২০ হাজার টাকার রেঞ্জে, ফাঁস হল রেন্ডার

গতকালই জানা যায় চীনা সংস্থা ভিভো তাদের ‘Y’ সিরিজের নতুন একটি স্মার্টফোন Vivo Y21T আগামী ৩ জানুয়ারি বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি শুরু করেছে। সেইসঙ্গে সামনে এসেছিল এই ফোনটির প্রধান স্পেসিফিকেশনগুলিও। তবে লঞ্চের আগে এই ফোনের রেন্ডারও এখন সামনে এল। এই রেন্ডারগুলি দেখে মনে করা হচ্ছে Vivo Y21T ফোনটি এমাসেই চীনে ঘোষিত আরেকটি নতুন স্মার্টফোন Vivo Y32 -এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে বাজারে আসতে পারে।

Vivo Y21T স্মার্টফোনের রেন্ডার ফাঁস হল

মাইস্মার্টপ্রাইস আজ ভিভো ওয়াই২১টি স্মার্টফোনের রেন্ডারগুলি সামনে এনেছে। এই রেন্ডার অনুযায়ী, ভিভোর নতুন এই ফোনের সামনে থাকবে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে এবং এই ডিসপ্লের তিন ধারে সরু বেজেল ও নিম্নাংশে অপেক্ষাকৃত পুরু বেজেল দেখতে পাওয়া যাবে। আবার ভিভো ওয়াই২১টি স্মার্টফোনের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ও এলইডি ফ্ল্যাশ সহ বর্গাকার ট্রিপল ক্যামেরা মডিউল থাকবে। রেন্ডার থেকে জানা গেছে, ব্লু ও হোয়াইট – এই দুটি কালারে উপলব্ধ হবে ফোনটি। এই ফোনের ডিজাইনের সাথে মিল রয়েছে সদ্য চীনে লঞ্চ হওয়া ভিভো ওয়াই৩২ এর।

ভিভো ওয়াই২১টি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম (Vivo Y21T Expected Specifications and Price)

ভিভো ওয়াই২১টি স্মার্টফোনে থাকতে পারে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। এই ফোনের ব্যাক প্যানেল দেওয়া হতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ। যেখানে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর থাকতে পারে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনের সামনে দেওয়া হতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

মনে করা হচ্ছে Vivo Y21T ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর সহ লঞ্চ হতে পারে। এছাড়া ফোনটি আসতে পারে ৪ জিবি + ১ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং ১২৮ জিবি বিল্ট-ইন স্টোরেজ সহ। ফোনটি রান করতে পারে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ফানটাচ ওএস (FunTouchOS) কাস্টম স্কিনে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে থাকতে পারে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি। Vivo Y21T ফোনের পরিমাপ ১৬৪.২৬× ৭৬.০৮× ৮ মিলিমিটার এবং ওজন ১৮২ গ্রাম।

রিপোর্ট অনুযায়ী, ভারতে Vivo Y21T ফোনের দাম রাখা হতে পারে প্রায় ২০,০০০ টাকা।