নিরাপদ অনলাইন ব্যাংকিংয়ের জন্য বিশেষ পরার্মশ দিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া

বিগত বেশ কিছু সময় ধরে ভারতে অনলাইন জালিয়াতির সংখ্যা বেড়েই চলেছে। জালিয়াতরা ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস চুরি করে, তাদের অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকা লুট করে নিচ্ছে। এর ফলে সাধারণ মানুষের পাশাপাশি চিন্তিত প্রশাসন এবং প্রথম সারির রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলিও। এই কারণেই ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে বেশকিছু এমন টিপস, যেগুলি মেনে চললে আপনার ইন্টারনেট ব্যাংকিং জালিয়াতির সম্ভাবনা কমে যাবে। আসুন দেখে নেওয়া যাক SBI তাদের গ্রাহকদের জন্য কি কি টিপস নিয়ে এসেছে।

স্টেট ব্যাংকের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ৪৫ সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে SBI কর্তৃপক্ষ আপনাদের সুরক্ষিত ইন্টারনেট ব্যাংকিং এর কিছু টিপস জানিয়েছে। এই ভিডিওতে তিনটি আলাদা আলাদা সময় দেখানো হয়েছে। যেসব সময়গুলোতে আপনাকে ব্যাংকের সাথে কথা বলা উচিত।

প্রথমে যদি আপনার কাছে কোন ভুয়ো কল, ইমেইল অথবা টেক্সট মেসেজ আসে এবং আপনাকে তৎক্ষণাৎ তাদের বলা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে বলা হয়।

দ্বিতীয় ক্ষেত্রে, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এমন কোনো ট্রানজাকশন দেখা যায় যেগুলি আপনি নিজে কোনদিন করেননি।

তৃতীয় ক্ষেত্রে, যদি আপনি কারও সাথে নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের তথ্য শেয়ার করে থাকেন।

তাহলে এসবি আইএর তরফ থেকে বলা হয়েছে, এই ধরণের কোনো জালিয়াতির শিকার হলে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল https://t.co/NakduUgPkT অথবা পুলিশ স্টেশনে রিপোর্ট করতে। এসবিআই এর তরফ আরও বলা হয়েছে, যাতে ব্যবহারকারীরা ছোটখাটো ঘটনাও না এড়িয়ে যান।

স্টেট ব্যাংকে তাদের টুইটে লিখেছে,’ আপনারা সাবধান এবং সতর্ক থেকে সাইবার ক্রিমিনালদের থেকে দূরে থাকুন। জেনে নিন কি কি ভাবে আপনারা আরো বেশি সুরক্ষিত থাকতে পারবেন। বিস্তারিতভাবে জানতে https://t.co/KZ5EKA9E0o তে ভিজিট করুন।’