দাম শুনলে চোখ কপালে উঠবে, Samsung Galaxy Z Fold 3 Cavier Edition কিনবেন?

অপেক্ষা আর মাত্র ৩ দিনের! তারপরই জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Samsung তাদের নতুন দুটি ফোল্ডেবল ফোন, Galaxy Z Fold 3 এবং Galaxy Z Flip 3 লঞ্চ করবে। আগামী ১১ই আগস্ট অনুষ্ঠিত হওয়া ‘স্যামসাং গ্যালাক্সি আনপ্যাক ইভেন্ট’ -এ নেক্সট জেনারেশন ফোল্ডেবল স্মার্টফোন দুটির ওপর থেকে পর্দা সরানো হবে। যদিও, লঞ্চ ইভেন্টের আগেই রাশিয়া ভিত্তিক ব্র্যান্ড Caviar একটি ভিডিও-র মাধ্যমে এই হ্যান্ডসেট দ্বয়ের ডিজাইন কিরূপ হতে চলেছে তা ফাঁস করেছে। পাশাপাশি তারা Samsung Galaxy Z Fold 3 এবং Galaxy Z Flip 3 Cavier এডিশন লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে, যা সাধারন কোনো মানুষের পক্ষে কেনা সম্ভব না। আসুন স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ স্মার্টফোনের ক্যাভিয়ার এডিশন কত দামে এবং কেমন লুকের সাথে আসছে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Z Fold 3 এবং Galaxy Z Flip 3 Cavier এডিশন কী?

রাশিয়ার লাক্সারি ব্র্যান্ড Caviar, গ্যালাক্সি জেড ফোল্ড ৩ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ স্মার্টফোন দুটির বিশেষ এডিশন নিয়ে আসার ঘোষণা করেছে, যাদের ক্যাভিয়ার এডিশন বলা হচ্ছে। প্রসঙ্গত, ক্যাভিয়ার মূলত লাক্সারি বা বিলাসবহুল স্মার্টফোন বানানোর জন্য বিখ্যাত। সংস্থাটি সোনা বা হীরের মতো মূল্যবান ধাতু ও রত্ন তাদের স্মার্টফোনগুলিতে ব্যবহার করে থাকে।

Samsung Galaxy Z Flip 3 Caviar Edition

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ ক্যাভিয়ার এডিশন, ক্যাটরিনা ক্যালাভেরা (Catrina Calavera) সহ হীরা, রুবি, নীলা এবং পান্নার মতো বিভিন্ন প্রকারের উজ্জ্বল রঙের ৪১৯টি রত্নের সাথে সজ্জিত করে নিয়ে আসা হবে। এই ফোনের বডিতে ১৮ ক্যারেট হোয়াইট গোল্ড মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে। এই আসন্ন স্মার্টফোনকে ‘স্কাল কালেকশন’ নামে ডাকা হচ্ছে, কারণ এতে খুলি বা স্কাল বেসড আর্ট ওয়ার্ক দেখা যাবে। এই বিশেষ এডিশনের দাম ৪৬,৪৬০ ডলার বা প্রায় ৩৫ লক্ষ টাকার সমান হবে বলে জানা যাচ্ছে। ক্যাভিয়ার জানিয়েছে, তারা গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ ফোল্ডেবল ফোনের মাত্র ২০টি ইউনিট তৈরী করবে।

Samsung Galaxy Z Fold 3 Caviar Edition

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ক্যাভিয়ার এডিশন খানিকটা কালচে রঙের সাথে আসবে এবং এতেও স্কাল আর্ট ওয়ার্ক দেখা যাবে। ভিডিও অনুযায়ী, এই স্মার্টফোনের বডিতে ব্ল্যাকেন্ড টাইটানিয়াম মেটেরিয়াল রয়েছে। তবে স্কাল ডিজাইনের ক্ষেত্রে পলিশড টাইটানিয়াম ব্যবহার করতে দেখা গেছে। আবার খুলি বা স্কালের চোখ দুটি বহুমূল্য রুবি পাথর দিয়ে তৈরী করা হবে। এটির দাম ১০,৭৭০ ডলার বা প্রায় ৮০ লক্ষ টাকা রাখা হবে বলে খবর। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ক্যাভিয়ার এডিশনের ৯৯টি ইউনিট বাজারে লঞ্চ করবে সংস্থাটি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন