চার্জার অ্যাডাপ্টার এবং হেডফোন ছাড়াই আসতে পারে Samsung Galaxy S21 সিরিজ

বেশ কয়েকদিন ধরেই Samsung-এর আসন্ন Galaxy S21 সিরিজের ফোনগুলি টেকপ্রেমীদের কাছে চর্চার বিষয় হয়ে উঠেছে। Samsung নিজে এখনও পর্যন্ত এই সিরিজ সম্পর্কে তেমন কোনো তথ্য শেয়ার করেনি, কিন্তু ইন্টারনেট দুনিয়ায় এই সিরিজ কে ঘিরে নানান তথ্য রোজ সামনে আসছে। এবার স্যামসাং গ্যালাক্সি এস২১ সিরিজের ফোনগুলির কিছু মূল ফিচার এবং ক্যামেরা সম্পর্কিত তথ্য ফাঁস হল। যার পরে মনে করা হচ্ছে, Samsung-এর আসন্ন Galaxy S21 সিরিজ, আইফোন ১২ সিরিজের মতই চার্জার অ্যাডাপ্টার এবং হেডফোন ছাড়াই বাজারে আসতে পারে।

রিপোর্ট অনুযায়ী, স্যামসাংয়ের Galaxy S21 সিরিজের অধীনে তিনটি ফোন (Galaxy S21, Galaxy S21+ এবং Galaxy S21 Ultra) বাজারে আসতে পারেলঞ্চ হবে। ইতিমধ্যেই এই ফোনগুলির স্ক্রিন সাইজ সম্পর্কিত তথ্য টেকগাপের হাতে এসেছে। আসলে, জনপ্রিয় টিপস্টার আইস ইউনিভার্স (Ice Universe) সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে Samsung Galaxy S21, Galaxy S21+ এবং Galaxy S21 Ultra ফোন তিনটি যথাক্রমে ৬.৩ ইঞ্চি, ৬.৭ ইঞ্চি এবং ৬.৯ ইঞ্চি স্ক্রিনসহ আসতে পারে। তবে আইস ইউনিভার্সের ওই ছবিতে ফোনগুলিতে কোনো সেলফি ক্যামেরার জায়গা দেখা যায়নি ফলে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন উঠছে এই সিরিজটিতে আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা থাকবে কিনা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, Galaxy S21 সিরিজ সম্পর্কিত পূর্ববর্তী রিপোর্টগুলিতে বলা হয়েছিল এই ফোনগুলিতে হোল-পাঞ্চ ডিজাইন থাকবে। তাই এই বিষয়ে সঠিক তথ্য জানতে আমাদের আগামী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে।

আইস ইউনিভার্স, টুইটারে Samsung Galaxy S21 Ultra ফোনটির ক্যামেরা সেটআপ সম্পর্কে কিছু তথ্য শেয়ার করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, ফোনটির পেছনে চারটি ক্যামেরা সেন্সর (ওয়াইড-অ্যাঙ্গেল ফিচার যুক্ত ১০৮ মেগাপিক্সেলের HM3 Nona Super-PD সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, 5x বা 10x জুমিংয়ের জন্য ১০ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 3x অবধি জুমিংয়ে সক্ষম ১০ মেগাপিক্সেলের আর একটি টেলিফোটো লেন্স) থাকবে। এছাড়াও ফোনটিতে একটি LaserAF মডিউল, LED ফ্ল্যাশ লাইট এবং একটি মাইক থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে, LetsGoDigital এবং Giuseppe Spinelli নামের দুই রেন্ডার, এই সম্ভাব্য সিরিজটি সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে – তিনটি ফোনেই বেজেল-লেস ডিসপ্লে থাকবে এবং Galaxy S21 ও Galaxy S21+ ফোনদুটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এক্ষেত্রেও Galaxy S21 Ultra ফোনটিতে রিয়ার কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে বলে দাবি করা হয়েছে। এই ফোনগুলি রুপোলি, নীল, কালো এবং গোলাপী রঙে পাওয়া যেতে পারে।

আবার, টেকনোব্লগের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে স্যামসাং গ্যালাক্সি এস ২১ সিরিজটি ব্রাজিলের অ্যানাটেলের শংসাপত্র পেয়েছে, যেখানে বলা হয়েছে এই সেল ফোনগুলিকে কোনো পাওয়ার সাপ্লাই সহযোগে বিক্রি করা যাবেনা। রিপোর্ট অনুযায়ী, ফোনগুলি হেডফোন ছাড়াই বিক্রি করা হবে যেমনটা আমরা শুরুতেই বলেছি। তবে, iPhone 12 সিরিজ সম্পর্কে নির্মাতা সংস্থা Apple-এর এমন বিস্ময়কর সিদ্ধান্ত নেওয়ার পর, বেশ মজা করেছিল স্যামসাং। তাই আগামী দিনে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি, Apple-এর দেখানো পথেই হাঁটে কিনা সেটাই এখন দেখার!