Earth Energy: চাহিদা আকাশছোঁয়া, বিপুল পরিমাণ বৈদ্যুতিক গাড়ি সরবরাহের অর্ডার পেল এই সংস্থা

ভারতের দশটি রাজ্যে ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে ৩৭ হাজারের বেশি বৈদ্যুতিক যানবাহনের অর্ডার পেল মুম্বাইস্থিত ইভি স্টার্টআপ, আর্থ এনার্জি (Earth Energy)। বর্তমানে সংস্থাটি তেলঙ্গানা, অন্ধ্র প্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এবং ওড়িশা-সহ দশটি রাজ্যে তাদের ডিলারশিপ চালু করেছে।

আর্থ এনার্জির মতে, আগামী পাঁচ বছরে ভারতে বৈদ্যুতিক যানবাহন শিল্প দ্রুতগতিতে বৃদ্ধি পাবে। ফলে চাহিদা পূরনের জন্য সেই অনুযায়ী সংস্থাটি তাদের ডিলার নেটওয়ার্ক সম্প্রসারণে জোর দিচ্ছে।

আর্থ এনার্জির পোর্টফোলিওতে তিনটি দু’চাকার বৈদ্যুতিক গাড়ি বর্তমান – Glyde+ ই-স্কুটার, Evolve Z ই-বাইক ১০০ কিমি এবং Evolve R ই-ক্রুজার। সংস্থার দাবি, মডেলগুলির মধ্যে Evolve R ভারতের প্রথম বিদ্যুৎচালিত ক্রুজার বাইক।

আর্থ এনার্জি আরও জানিয়েছে, মুম্বাইয়ের উপকন্ঠে  ২০ হাজার স্কোয়ার ফুট জমির উপর তারা একটি কারখানা তৈরি করে ফেলেছে, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৪৬ হাজার ইউনিট। এছাড়াও ২০ হাজার স্কোয়ার ফুটের আরও একটি কারখানা তৈরির ব্যাপারে ভাবছে তারা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন