গেমের নামে চুরি করছিল তথ্য, গুগল প্লে স্টোর থেকে সরানো হল ৩টি শিশুদের অ্যাপ

বর্তমান সময়ে স্মার্টফোনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে বিভিন্ন কাজ করা অনেক সহজ হয়ে গেছে। বিশেষত শিশুদের জন্য বিভিন্ন অ্যাপ আসার ফলে মা-বাবার পরিশ্রম অনেকটাই কমে গেছে। এই অ্যাপগুলিই এখন শিশুদের খেলার ছলে শিক্ষা প্রদান করে থাকে। তবে এই ধরনের অ্যাপ ব্যবহারের খারাপ দিকও রয়েছে। সম্প্রতি এমনই কিছু অ্যাপের কথা জানা গেছে, যেগুলি শিশুদের তথ্য অন্য জায়গায় চালান করে দেয়। Google সুরক্ষার কারণে প্লে স্টোর থেকে এই ধরণের ৩ টি অ্যাপকে সরিয়ে দিয়েছে। এই তিনটি অ্যাপের নাম – Princess Salon, Number Coloring এবং Cats & Cosplay।

ইন্টারন্যাশনাল ডিজিটাল অ্যাকাউন্টিবিলিটি কাউন্সিল (IDAC) অনুসন্ধান করে দেখেছে, এই তিনটি অ্যাপ ইউজারদের ডেটা সংগ্রহ করে রাখে। এই অ্যাপগুলি মূলত শিশুদের ডেটা চুরি করছিল তাই Google-কে দ্রুত পদক্ষেপ নিতে হয়। রিপোর্ট অনুযায়ী, এই ডেটাগুলি SDK এবং অন্যান্য থার্ড পার্টিকে বিক্রি করা হচ্ছিল।

IDAC-এর প্রেসিডেন্ট কোয়েন্টিন পালফ্রে জানিয়েছেন, “আমাদের গবেষণায় স্পষ্ট প্রমান পাই যে অ্যাপগুলি শিশুদের ডেটা সুরক্ষিত রাখছিল না।” Google এ বিষয়ে জানিয়েছে, “আমরা নিশ্চিত করতে পারি যে এই অ্যাপগুলি সরিয়ে দেওয়া হয়েছে। যখনই কোন অ্যাপ আমাদের পলিসি লঙ্ঘন করে, আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিই।”

অবশ্য এখনো অব্দি স্পষ্ট নয় যে, শিশুদের থেকে ঠিক কোন ধরনের তথ্য এরা চুরি করতে চাইছিল। এই অ্যাপগুলি মূলত শিশুদের খেলার ছলে শিক্ষা দেওয়ার চেষ্টা করতো। এই ধরনের আরো অ্যাপ Google Play Store এবং Apple App Store উভয় জায়গাতেই আছে। শিশুদের জন্য ইন্টারনেটকে আরো সুরক্ষিত করার জন্য Google এবং Apple উভয়েই এই ধরনের গেম অ্যাপ ডেভেলপারদের জন্য কড়া নিয়ম তৈরি করেছে।