আজই সেল শেষ, ২৫ হাজার টাকা পর্যন্ত সস্তা iPhone 13

Avatar

Published on:

Flipkart Mobile Phones Sale Last Day iPhone 13 Offer

Apple প্রোডাক্ট প্রেমীদের জন্য রয়েছে দারুণ সুখবর! আসলে প্রায় ৭০,০০০ টাকা দামের Apple iPhone 13 মডেলকে বর্তমানে ডিসকাউন্ট ও অফার সহ ৪৪,৫০০ টাকারও কম দামে পাওয়া যাচ্ছে। আজ্ঞে হ্যাঁ! ঠিকই পড়েছেন। ই-কমার্স সাইট Flipkart আয়োজিত Mobile Phones Bonanza Sale -এর অধীনে সম্প্রতি এই অফারটি লাইভ হয়েছে এবং আজ অর্থাৎ ১৪ই নভেম্বর পর্যন্তই বৈধ থাকবে। তাই আপনারা যদি এই দুর্দান্ত ডিলের ফায়দা তুলতে চান, তাহলে আমাদের এই প্রতিবেদন থেকে iPhone 13 ফোনের সাথে উপলব্ধ যাবতীয় অফার বিশদ সম্পর্কে জেনে নিতে পারেন।

Flipkart Mobile Phones Bonanza Sale থেকে সস্তায় কিনুন Apple iPhone 13

গত সেপ্টেম্বর মাসে নব্য প্রজন্মের আইফোন ১৪ (iPhone 14) লঞ্চের পর, টেক জায়ান্ট অ্যাপল আনুষ্ঠানিকভাবে বিদ্যমান আইফোন ১৩ (iPhone 13) মডেলের দাম কমিয়েছিল। যারপর, এখন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে আইফোন ১৩ -এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৬৯,৯০০ টাকায় তালিকাভুক্ত। ই-কমার্স সাইট ফ্লিপকার্টেও এই একই প্রাইস ট্যাগের সাথে বিক্রি করা হচ্ছিল আইফোন ১৩ -কে। কিন্তু ‘মোবাইল ফোনস বোনাঞ্জা’ সেলে এখন এটিকে ৬,৯০১ টাকা ডিসকাউন্ট সহ ৬২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

অন্যান্য অফারের কথা বললে, যেসকল ক্রেতারা Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে নন-ইএমআই ট্রানজ্যাকশন করবেন তাদের ফ্লাট ১,০০০ টাকা ছাড় দেওয়া হবে। যার পর এর দাম কমে হয়ে যাবে ৬১,৯৯৯ টাকা। আবার পুরোনো হ্যান্ডসেট পরিবর্তন করে আইফোন ১৩ কিনলে ১৭,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও মিলবে। এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করতে পারলে আপনারা নূন্যতম ৪৪,৪৯৯ টাকা খরচ করে এই অ্যাপল ডিভাইসটি কিনতে পারবেন। তবে আগেই বলে দিই, এক্সচেঞ্জ ডিসকাউন্টের পরিমাণ আপনাদের পুরানো ফোনের বাহ্যিক তথা অভ্যন্তরীণ অবস্থা, ব্র্যান্ড, মডেল নম্বর, মেক ইয়ার এবং আঞ্চলিক এক্সচেঞ্জ অফারগুলির উপলব্ধতার উপর নির্ভর করবে।

Apple iPhone 13 স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, অ্যাপল আনীত আইফোন ১৩ ফোনে, একটি ৬.১ ইঞ্চির (২৫৩২×১১৭০ পিক্সেল) সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে, যা ৪৬০ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। ফাস্ট পারফরম্যান্স অফার করার জন্য এটি সংস্থার নিজস্ব ৫ এনএম প্রসেসিং নোড ভিত্তিক এ১৫ বায়োনিক (A15 Bionic) প্রসেসর এবং ফোর-কোর জিপিইউ সহ এসেছে। ডিভাইসটি আইওএস ১৫ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। এতে ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, ১৩তম প্রজন্মের আইফোন সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। এই রিয়ার সেন্সর-দ্বয় ৪কে (4K) ভিডিও শ্যুট করতে সক্ষম। আবার উক্ত মডেলটির সামনে স্মার্ট HDR টেকনোলজির সাথে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলটি ৫জি এবং ওয়াই-ফাই ৬ কানেক্টিভিটি বিকল্প সহ এসেছে। আর, পাওয়ার ব্যাকআপের জন্য iPhone 13 -এ ৩,২৪০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ম্যাগসেফ (MagSafe) ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

সঙ্গে থাকুন ➥