iPhone 15 সিরিজের যোগান দিতে হিমশিম খাচ্ছে Apple, এই দেশে বিক্রি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা

Avatar

Published on:

iPhone 15 Series launch delay Korea

আগামী ১৩ অক্টোবর কোরিয়ায় লঞ্চ হওয়ার কথা ছিল iPhone 15 সিরিজের। তবে নয়া রিপোর্ট অনুযায়ী, ওইদিন কোরিয়ায় আত্মপ্রকাশ করবে না নয়া আইফোন সিরিজ। কারণ যোগানের অভাবে এই সিরিজের বেশ কয়েকটি মডেল এখন ইতিমধ্যেই লঞ্চ হওয়া দেশগুলিতে পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ভারত, জাপান, চীন সহ বিশ্বের ৪০টির বেশি দেশে লঞ্চ হয় iPhone 15 সিরিজ। চীন ও জাপানে এখনও এই সিরিজের সবকটি মডেল পাওয়া যাচ্ছে না। যোগানের অভাবে চীনে ইতিমধ্যেই iPhone 15 Pro Max এর বিক্রি নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

এই কারণে বিশেষজ্ঞরা মনে করছেন যে, কোরিয়ায় আরও পরে নতুন আইফোন মডেলগুলি লঞ্চ হতে পারে। কারণ এই দেশে প্রো মডেলগুলির চাহিদা সব থেকে বেশি থাকে। আইফোন ১৪ সিরিজের ক্ষেত্রেও তাই দেখা গিয়েছিল।

কিন্তু যেখানে বিশ্বের অনেক দেশে লঞ্চের পরও iPhone 15 Pro ও iPhone 15 Pro Max এর বিক্রি পিছিয়ে দেওয়া হয়েছে, সেখানে নতুন একটি দেশে তড়িঘড়ি এই মডেলগুলি ঘোষণা করার কোনো অর্থ হয় না। এখন দেখার আগামী ১৩ অক্টোবর কোরিয়ায় iPhone 15 সিরিজ লঞ্চ হয় কিনা!

সঙ্গে থাকুন ➥