10 মিনিটেই সুপারহিট, ভারতে আসার আগে চীনে ঝড় তুলছে Xiaomi-র নতুন স্মার্টফোন

Avatar

Published on:

Xiaomi Civi 4 Pro Sale Record

দীর্ঘ কয়েক সপ্তাহের জল্পনার পর, শাওমি অবশেষে গত সপ্তাহে চীনের বাজারে বহু প্রতীক্ষিত Xiaomi Civi 4 Pro লঞ্চ করেছে। স্মার্টফোনটি শুধুমাত্র ডিজাইনের দিক থেকে আকর্ষণীয় নয়, একইসাথে পারফরম্যান্স প্রদানেও দক্ষতার দাবি রাখে, কারণ এতে নতুন Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট রয়েছে। আজ সকাল 10 টায় (স্থানীয় সময়) চীনের ফোনটির সেল চালু হয়েছে। শুনলে অবাক হবেন, Xiaomi Civi 4 Pro-এর বিক্রি আগের প্রজন্মের Xiaomi Civi 3-এর পুরো একদিনের মোট সেলের 200 শতাংশ ছাড়িয়ে গেছে বলে সংস্থা দাবি করেছে। বলাই বাহুল্য, এই পরিমাণ বিক্রি ফোনটির ব্যাপক সাফল্যের দিকে নির্দেশ করে।

Xiaomi Civi 4 Pro-এর সেল মাত্র 10 মিনিটে ছাড়লো Civi 3-এর একদিনের বিক্রির 200%

শাওমি তাদের অফিসিয়াল ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং সাইট) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে আনন্দের সাথে তাদের অনুরাগীদের জানিয়েছে যে, সদ্য লঞ্চ হওয়া শাওমি সিভি 4 প্রো ফোনটির বিক্রি তার পূর্বসূরি শাওমি সিভি 3-এর প্রথমদিনের সেলের পরিমাণের 200% ছাড়িয়ে গিয়েছে। উল্লেখযোগ্যভাবে, মাত্র 10 মিনিটের মধ্যে ফোনটি এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে, যা কোম্পানির জন্য সত্যি বড় ব্যাপার। দামের ক্ষেত্রে, শাওমি সিভি 4 প্রো-এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 2,999 ইউয়ান (প্রায় 34,625 টাকা)। আর উচ্চতর 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 512 GB স্টোরেজ সংস্করণের মূল্য যথাক্রমে 3,299 Yuan (প্রায় 38,650 টাকা) এবং 3,599 Yuan (প্রায় 43,170 টাকা)।

Xiaomi Civi 4 Pro-এর স্পেসিফিকেশন

শাওমি সিভি 4 প্রো-তে কার্ভড এজ সহ 6.55 ইঞ্চির অ্যামোলেড সিএসওটি সি8 ডিসপ্লে রয়েছে। স্ক্রিনটি 1.5কে রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 3,000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে৷ এই স্ন্যাপড্রাগন 8এস জেন 3-চালিত ডিভাইসটি সর্বাধিক 16 জিবি এলপিডিডিআর5এক্স র‍্যাম এবং ৫১২ জিবি ইউএফএস 4.0 স্টোরেজের সাথে যুক্ত। ফোনটি অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক হাইপারওএস সফটওয়্যারে চলে।

ফটোগ্রাফির জন্য, Xiaomi Civi 4 Pro-এর Leica অপ্টিমাইজড রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের OmniVision OV50E প্রাইমারি ক্যামেরা অবস্থান করছে, যার সাথে একটি 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 2x অপটিক্যাল জুম সহ একটি 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা যুক্ত রয়েছে। আর ফোনের সামনে অবস্থিত ডুয়েল সেলফি ক্যামেরা সিস্টেমে একটি 32 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি 32 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স অন্তর্ভুক্ত রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi Civi 4 Pro-এ 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4,700 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়াও, ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ধাতব ফ্রেম, 4,184 বর্গমিলিমিটারের হিট ডিসিপেশন সিস্টেম, আইআর (IR) ব্লাস্টার এবং লিনিয়ার মোটর৷ প্রসঙ্গত, Xiaomi Civi 4 Pro চীন ছাড়া একমাত্র ভারতের বাজারেই পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে ডিভাইসটিকে ভারতে Xiaomi 14 Civi নামে লঞ্চ করা হবে।

সঙ্গে থাকুন ➥