Graphene Aluminum-Ion Battery: চোখের পলকেই স্মার্টফোন সহ নানা ডিভাইস হবে ফুল চার্জ, চলবে দীর্ঘক্ষণ

প্রচলিত ব্যাটারির তুলনায় বেশি শক্তিধারণ করতে পারবে, আরও দ্রুত চার্জ দেওয়ার ক্ষমতা রাখবে, সর্বোপরি সব দিক থেকেই হয়ে উঠবে অধিক কার্যকরি, নতুন প্রযুক্তি সহযোগে এমন ব্যাটারির ডেভেলপ করতে বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে চলেছেন। ভবিষ্যতে যে ধরনের ব্যাটারিগুলিকে গেম চেঞ্জার হিসেবে চিহ্নিত করা হচ্ছে তার মধ্যে অন্যতম হল গ্রাফিন অ্যালুমিনিয়াম-আয়ন ব্যাটারি। লিথিয়াম-আয়ন ব্যাটারির চেয়ে এটি যে অধিক গুণ কার্যকরী হবে, তা নিয়ে বিশেষজ্ঞরাও সহমত হচ্ছেন। অস্ট্রেলিয়ার গ্রাফিন ম্যানুফ্যাকচারিং গ্রুপ (Graphiene Manufacturing Group) -এর দাবিও এমনই। সংস্থাটি এই বিশেষ ব্যাটারির ডেভেলপমেন্টের ওপর অনেকদিন ধরেই কাজ করছে। নতুন প্রযুক্তিটি বর্তমানে প্রোটোটাইপ কয়েন সেল তৈরি করতে ব্যবহৃত হচ্ছে, এবং চলতি বছরের শেষের দিকে পরীক্ষা করার জন্য এটি গ্রাহকদের হাতে তুলে দেওয়া হবে। পরীক্ষা সফল হলে স্মার্টওয়াচ, স্মার্টফোন, ল্যাপটপ, গ্রিড স্টোরেজ এবং বৈদ্যুতিন গাড়িতে অ্যালুমিনিয়াম-আয়ন ব্যাটারির ব্যবহার দেখা যাবে।

গ্রাফিন ম্যানুফ্যাকচারিং গ্রুপ বা জিএমজি-এর দাবি, গ্রাফিন অ্যালুমিনিয়াম-আয়ন ব্যাটারি বর্তমানে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারির চেয়ে ষাট গুণ দ্রুত গতিতে চার্জ করতে পারে, এবং বাজারে উপলব্ধ সেরা অ্যালুমিনিয়াম-ভিত্তিক ব্যাটারির তুলনায় তিনগুণ শক্তি ধারণ করতে পারে। আবার পরীক্ষার মাধ্যমে দেখা গিয়েছে, এর কয়েন সেলগুলি লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় তিনগুণ বেশি দীর্ঘস্থায়ী হতে পারে।

এছাড়াও, স্থিতিশীল বেস উপাদানগুলির কারণে গ্রাফিন অ্যালুমিনিয়াম-আয়ন ব্যাটারি আরও বেশি টেকসই। পাশাপাশি এগুলি পুনর্ব্যবহারযোগ্য করে তোলাও বেশ সহজ। জিএমজি দাবি করেছে, নতুন সেলগুলিতে লি-আয়ন ব্যাটারির চেয়ে অনেক বেশি শক্তির ঘনত্ব রয়েছে, কোনও হিটিং বা কুলিং সমস্যা ছাড়াই।

জিএমজি-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রেগ নিকল বলেছেন, নতুন ব্যাটারি প্রযুক্তিটি বিদ্যমান লিথিয়াম আয়ন আর্কিটেকচারের সাথে কাজ করার জন্য নির্মিত হতে পারে। ফলে অটোমোবাইল, মোবাইল ফোন সহ বিভিন্ন শিল্পসংস্থাগুলি তাদের পণ্যগুলিতে কোনও পরিবর্তন ছাড়াই গ্রাফিন অ্যালুমিনিয়াম-আয়ন সেলে সুইচ করতে পারবেন। যোগ করে তিনি আরও বলেন, এটি মূলত একটি সুপার ক্যাপাসিটর। যা আইফোনের কয়েন সেলকে ১০ সেকেন্ডের কমে সম্পূর্ণ চার্জ করার সক্ষমতা রাখে।

Graphene Aluminum-Ion Batteries

নতুন ব্যাটারি প্রযুক্তিটি পৃথিবীর বিরল খনিজগুলি ব্যবহার করে না, ফলে পরিবেশগত সুবিধা থাকছেই। অন্য দিকে, লিথিয়াম অত্যন্ত বিষাক্ত ধাতু, যেখানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিন্তু এ কথা প্রযোজ্য নয়। ফলে গ্রাফিন ম্যানুফ্যাকচারিং গ্রুপের দাবি, গৃহস্থালি ব্যবহারের জন্যও এটি উল্লেখযোগ্যভাবে নিরাপদ। এই প্রযুক্তির জন্য সংস্থাটি এখনও পর্যন্ত কোনো বড় প্রস্তুতকারকের সাথে চুক্তি করেনি। এবং বর্তমানে পরীক্ষার জন্য তারা প্রোটোটাইপ সেল রোলআউট করার দিকেই মনোনিবেশ করছে বলে জানা গিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন