WhatsApp, Facebook সহ সমস্ত সোশ্যাল মিডিয়া সাইটকে সাসপেন্ড করলো পাকিস্তান, জানুন কারণ

ভারতে একের পর এক জনপ্রিয় মোবাইল অ্যাপ্লিকেশনের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ার ঘটনায় আমরা সবে কিছুটা অভ্যস্ত হয়ে উঠেছি, এরই মধ্যে হঠাৎ করে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে সাসপেন্ড করে ফের হইচই সৃষ্টি করল পাকিস্তান! সাময়িকভাবে পড়শি দেশে WhatsApp, Facebook এবং Twitter-এর মত যোগাযোগ মাধ্যমগুলির পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান সরকার, সে দেশের একটি নিষিদ্ধ উগ্র ধর্মীয় গোষ্ঠীর কর্তৃক সহিংস প্রতিবাদ বা বিক্ষোভ প্রদর্শনের প্রচার আটকাতেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

আসলে, গত বৃহস্পতিবার তেহরিক-ই-লাবাইক পাকিস্তান (TLP) নামক একটি হিংস্র সংগঠনকে সরকার নিষিদ্ধ ঘোষণা করে এবং ওই সংগঠনের চাঁই সাদ হুসেন রিজভিকে গ্রেপ্তার করা হয়। এরপরই সোমবার, সপ্তাহের শুরুতে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়, যেখানে TLP সমর্থকরা পাকিস্তানের বেশ কয়েকটি শহর এবং আইন প্রয়োগকারী সংস্থার সাথে সংঘর্ষ মেতে ওঠে। এই ঘটনায় সাত জন মারা যায় এবং তিনশো জন পুলিশ আহত হয়।

এই উত্তাল পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ এড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাকিস্তান টেলিযোগযোগ কর্তৃপক্ষকে (PTA) শুক্রবার জুম্মার নামাজের পর পাকিস্তানি সময় অনুযায়ী (PST) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট চার ঘন্টা সোশ্যাল মিডিয়া পরিষেবা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। এক্ষেত্রে PTA জানিয়েছে যে, এই নির্দেশনার ওপর ভিত্তি করে Facebook, WhatsApp, Twitter, Telegram এবং YouTube-এর সম্পূর্ণ অ্যাক্সেস ব্লক হতে পারে।

এই প্রসঙ্গে বলে রাখি, ইন্টারনেট বা মোবাইল ফোন পরিষেবা স্থগিত রাখা পাকিস্তানের জন্য কোনো নতুন বিষয় নয়। অতীতেও বেশ কয়েকবার চরম বিক্ষোভ বা সন্ত্রাসবাদের চাপে দেশটি এরকম পদক্ষেপ নিয়েছে। তবে এবার TLP, সরকারী পদক্ষেপের বিরুদ্ধে ব্যাপকভাবে এই মাধ্যমগুলি ব্যবহার করছিল বলে কেবল সোশ্যাল মিডিয়াই বিশেষভাবে লক্ষ্যবস্তু হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন