Samsung আনছে Chrome OS চালিত পণ্য, ল্যাপটপ ও ট্যাবলেটের ফিচার মিলবে একটি ডিভাইসেই

স্মার্টফোন ও বিভিন্ন ভোগ্যপণ্যের ক্ষেত্রে স্যামসাং (Samsung)-এর জগৎজোড়া খ্যাতি থাকলেও, ডেস্কটপ বা ল্যাপটপের বাজারে টেক জায়ান্টটির ধার ও ভার সেই তুলনায় কম। স্যামসাং, মাইক্রোসফ্ট’র উইন্ডোজ (Windows) অপারেটিং সিস্টেমের পাশাপাশি গুগল’র ক্রোম (Chrome OS) ওএস দিয়েও কম্পিউটার বিক্রি করে। এখন একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, স্যামসাং এক রহস্যময় পণ্যের উপরে কাজ করছে, যা ক্রোমএস’র সঙ্গে আসবে।

জানা গিয়েছে যে, সংস্থার সেই ডিভাইসটির কোডনাম Bugzzy। এতে গুগল’র ক্রোম অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড থাকবে, যা ইন্টেল জ্যাপসার লেক (Intel Gasper Lake) প্রসেসর দ্বারা পরিচালিত হবে। এটি Galaxy Chromebook Go-এর মতো বাজেট মডেল হবে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর কোডনাম ছিল Sasuke।

আবার আপকামিং Samsung Bugzzy একটি কনভার্টিবল ল্যাপটপ হবে বলেও জল্পনা শোনা যাচ্ছে। অর্থাৎ এতে ল্যাপটপ ও ট্যাবলেট, দু’টোরই সুযোগ-সুবিধা পাওয়া যাবে। সে ক্ষেত্রে এর সঙ্গে বাজারে Lenovo Chromebook Duet 5 এবং Asus Chromebook Detachable M3-এর প্রতিযোগিতা চলবে বলে ধরে নেওয়া যায়।

প্রসঙ্গত, দাম কম ও ব্যবহার শেখা অত্যন্ত সহজ হওয়ার কারণে স্কুল-কলেজ পড়ুয়া, এমনকি টুকটাক অফিসের কাজেও ক্রোমবুকের জনপ্রিয়তা বাড়ছে। এর ফলে উইন্ডোজ ল্যাপটপের পাশাপাশি হালে ক্রোম ওএস (অপারেটিং সিস্টেম) চালিত ক্রোমবুক (Chromebook) ল্যাপটপ লঞ্চ করতে উদ্যোগী হচ্ছে বিভিন্ন বৈদ্যুতিন পণ্য প্রস্তুতকারী সংস্থা।