Kia Carens এর বুকিং 14 জানুয়ারি থেকে শুরু, মার্চের মধ্যেই ভারতে লঞ্চ হবে

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ১৪ জানুয়ারি থেকে Carens-এর অফিশিয়ালি বুকিং নেওয়া শুরু করতে চলেছে Kia, বলে ঘোষণা করা হয়েছে। ভারতে Kia Motors-এর এটি চতুর্থ মডেল হতে চলেছে। এদিকে ফেব্রুয়ারি-মার্চ নাগাদ মাল্টিপারপাস ভেহিকেলটির দাম জানাতে পারে সংস্থাটি। ভারতে Seltos, Sonet এবং Carnival নামক তিনটি গাড়ি রয়েছে সংস্থার। এগুলির মধ্যে প্রথম দুটি মডেল এদেশে যথেষ্টই জনপ্রিয়তা পেয়েছে। তাই আসন্ন Kia Carens গাড়িটিতেও নিজেদের সাফল্যের ধারা বজায় রাখতে চাইছে দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ডটি। ভারতের বাজারে লঞ্চ হওয়ার পর এর সাথে Hyundai Alcazar, Maruti Suzuki XL6, Tata Safari, Toyota Innova Crysta, MG Hector Plus ও Mahindra Marazzo – গাড়িগুলির জোরদার টক্কর চলবে। আসুন Kia Carens-এর স্পেসিফিকেশন, ফিচার, ইঞ্জিন ও দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

Kia Carens: স্পেসিফিকেশন ও ফিচার

কিয়া কারিন্স (Kia Carens)-এর প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এটি একটি ‘রেক্রিয়েশনাল ভেহিকেল’ বা বিনোদনমূলক যান। তবে এসইউভি এর ন্যায় ডিজাইনের এই গাড়িটি তিন সারি বিশিষ্ট মাল্টিপারপাস ভেহিকেল। একদম সম্মুখে এতে দেওয়া হয়েছে সংস্থার ‘টাইগার ফেস ডিজাইন’ সাথে রয়েছে তীক্ষ্ণ এলইডি হেডল্যাম্প এবং ডিআরএল। এছাড়াও এতে থাকবে স্পোর্টি বাম্পার, ডুয়েল টোন অ্যালয় হুইল, এলইডি টেললাইট এবং বুট বরাবর একটি লম্বা এলিডি স্ট্রিপ।

সুরক্ষাজনিত ফিচারের মধ্যে এতে থাকবে ছ’টি এয়ার ব্যাগ, এবিএস, ইএসসি, হিল-স্টার্ট অ্যাসিস্ট, অল-হুইল ডিস্ক ব্রেক এবং রিয়ার পার্কিং সেন্সর। এছাড়াও এতে দেওয়া হয়েছে ১০.২৫ ইঞ্চির একটি বৃহৎ টাচস্ক্রীন ইনফোটেইনমেন্ট সিস্টেম, কানেক্টেড কার টেট, একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একটি ইলেকট্রিক সানরুফ সহ অন্যান্য বৈশিষ্ট্য।

Kia Carens: ইঞ্জিন

কিয়া কারিন্স (Kia Carens) দুটি পেট্রোল এবং একটি ডিজেল ইঞ্জিনের বিকল্পে আসবে। এর ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন (৬-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স) থেকে ১১৫ এইচপি শক্তি এবং ১৪৪ এনএম টর্ক পাওয়া যাবে। এর ১.৪ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন (৬-স্পিড ম্যানুয়াল অথবা ৭-স্পিড ডিসিটি গিয়ার বক্স) থেকে ১৪০ এইচপি শক্তি এবং ২৪২ এনএম টর্ক পাওয়া যাবে। এবং এর ১.৫ লিটার ডিজেল (৬-স্পিড ম্যানুয়াল ৬-স্পিড অটোমেটিক গিয়ার বক্স) থেকে ১১৫ এইচপি শক্তি এবং ২৫০ এনএম টর্ক পাওয়া যাবে।