Viral: মনিবের কাঁধে দুই পা রেখে স্কুটারের পিছনে বসে রাইডের আনন্দ নিচ্ছে কুকুর, ভিডিয়ো ভাইরাল

সমগ্র বিশ্বে গৃহপালিত পশুদের মধ্যে মানুষের সর্বাধিক প্রিয় ও কাছের হল কুকুর। বহু মানুষের ধারণা বর্তমান দিনে নিঃশর্ত ভালোবাসা অতি বিরল। যার খোঁজ পেতেই পশুপ্রেমীরা মানুষের থেকেও পশু পাখির উপর অধিক আস্থা রাখেন। তাঁদের ধারণা ভালোবাসার বিষয়ে একটি পশু যতটা নিঃস্বার্থ হতে পারে, একজন মানুষের পক্ষে তা সম্ভব নয়। আর তাই ‘মনিবের জন্য প্রাণ দিতেও প্রস্তুত’ কুকুর যুগ যুগ ধরে ‘মানুষের সবচেয়ে কাছের গৃহপালিত পশু’র তকমা পেয়ে এসেছে। এবার সেই কুকুরকে নিয়েই একটি ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

প্রতিদিন নেট মাধ্যমে আমরা কতই না ভাইরাল হওয়া ভিডিয়োর কথা শুনে থাকি। যেমন কোথাও একটি দুধের শিশু দেয়াল বেয়ে উঠছে, বা গরু মূত্রত্যাগ করার সময় সরাসরি তা পান করছেন – সোশ্যাল মিডিয়া বা সংবাদমাধ্যমে এমন অনেক ভিডিও আমরা দেখেই আমাদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। এবারে ভাইরাল হল একটি কুকুর ও তার মনিবের ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে একটি কুকুর তার মালিকের স্কুটারের পেছনে দাঁড়িয়ে ঘুরছে। মনে হতে পারে, এ আর এমন কি! হ্যাঁ ঠিকই, আমরা এমন অনেকেই রয়েছি, যারা নিজেদের পোষ্যটিকে সাথে করে নিয়ে যেতে পছন্দ করি। তা বলে সবসময় নয়, সেটি সম্ভবও নয়।

কিন্তু এক্ষেত্রে এমনটাই হয়েছে। কেরলের কোত্তায়াম জেলার নিবাসী যিনি পেশায় একজন পুলিশ অফিসার যখনই যেখানেই যান, সাথে করে তাঁর প্রিয় পোষ্যটিকেও নিয়ে যান। গত কয়েক মাস ধরে এই ঘটনার সাথে ওই এলাকার স্থানীয় মানুষ পরিচিত হলেও, নেট মাধ্যমে ওই ভিডিয়ো দেখার পর অনেকেই তাজ্জব হয়েছেন।

শ্রীকুমার নামক ওই পুলিশ অফিসার গত ৫ মাস আগে রাস্তা থেকে কুকুরের বাচ্চাটিকে বাড়িতে নিয়ে এসেছিলেন। তিনি কুকুরটির নামকরণ করেন ‘আপ্পু’। গত পাঁচ মাস ধরে আপ্পু শ্রীকুমারের পরিবারের একজন বিশেষ সদস্য হয়ে উঠেছে। ভিডিয়োটি প্রথম ইউটিউবের মিডিয়াওয়ানটিভি লাইভ নামক একটি চ্যানেল আপলোড করা হয়। তাতে দেখা গিয়েছে, শ্রীকুমারের সুজুকি অ্যাকসেস (Suzuki Access) স্কুটারের যাত্রীর সিটে দু’পা দিয়ে দাঁড়িয়ে আর দু’পা মনিবের কাঁধে রেখে মনের সুখে আপ্পু ঘুরে বেড়াচ্ছে। সেখানে শ্রীকুমার বলেন, কুকুরটিকে তিনি প্রাথমিক কিছু প্রশিক্ষণ দিয়েছেন। খুব অল্প সময়ের মধ্যেই আপ্পু তা আয়ত্ত করে ফেলে। প্রশিক্ষিত হওয়ার পর থেকে শ্রীকুমার যখনই তাঁর স্কুটার স্টার্ট করতেন, তখনই কুকুরটি তাঁর সাথে বেরোনোর জন্য ছটফট করত। প্রথম প্রথম তিনি আপ্পুর বায়নাকে আস্কারা দেননি।

একদিন নিয়ে বেরোনোর পর থেকে, শ্রীকুমারকে সে বেরোতে দেখলেই ছটফট শুরু করে দেয়। শ্রীকুমার বলেন স্কুটার চালানোর সময় আপ্পু তাঁকে কোনোভাবেই বিরক্ত করে না। বরং সে বুঝদারের মতো স্থির হয়েই থাকে। তাই কাছাকাছি সব জায়গাতেই আপ্পুকে নিয়েই বেরোন শ্রীকুমার। তবে আশা করি, শ্রীকুমার বড় রাস্তাতে আপ্পুকে নিয়ে যান না। কারণ রাস্তায় পোষ্যকে নিয়ে পেছনে বসিয়ে গাড়ি চালানোতে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে কেরল মোটর ভেহিকেল দপ্তর। অতীতের এক তিক্ত ঘটনা এর জন্য দায়ী। তবে পোষ্যকে পেছনে বসিয়ে টু-হুইলার চালানোতে সায় দেয় এমন কোনো আইন বর্তমানে নেই।