আসন্ন Huawei Nova 9 SE ফোনে থাকবে ১০৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, ফাঁস হল রেন্ডার

চীনা স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে (Huawei) শীঘ্রই বাজারে লঞ্চ করতে চলেছে তাদের Nova সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন। এই হ্যান্ডসেটটি Huawei Nova 9 SE নামে বাজারে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। সম্প্রতি এই আপকামিং ফোনটির একটি টিজারও প্রকাশ্যে এনেছে সংস্থা। আর টিজারটি সামনে আসার কয়েক ঘন্টার মধ্যেই এবার একটি নতুন রিপোর্টে প্রকাশ করা হল Huawei Nova 9 SE- এর রেন্ডার, যা থেকে এই আসন্ন হুয়াওয়ে ফোনটির ডিজাইন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। শুধু তাই নয় রেন্ডারের সঙ্গে Huawei Nova 9 SE মডেলটির স্পেসিফিকেশন সম্পর্কেও বিস্তারিত ভাবে জানতে পারা গেছে।

ফাঁস হল Huawei Nova 9 SE- এর রেন্ডার

জার্মান প্রকাশনা উইনফিউচার (Winfuture) তাদের নতুন রিপোর্টে আসন্ন হুয়াওয়ে নোভা ৯ এসই-এর রেন্ডার প্রকাশ করেছে, যা এই ফোনের লুক এবং ডিজাইনটি দেখিয়েছে। ডিভাইসটির ডিজাইনের সাথে গতবছর অক্টোবরে লঞ্চ হওয়া হুয়াওয়ে নোভা ৯-এর ডিজাইনের বেশ মিল রয়েছে। তবে, ক্যামেরা মডিউলেই মূল পার্থক্যটি লক্ষ্য করা যায়। হুয়াওয়ে নোভা ৯ এসই-তে নোভা ৯-এর মতো কোয়াড ক্যামেরা সিস্টেম নেই এবং সেন্সরগুলির অবস্থানের ক্ষেত্রেও দুই মডেলে অমিল রয়েছে। রেন্ডার অনুযায়ী, আপকামিং হুয়াওয়ে নোভা ৯ এসই- এর ক্যামেরা মডিউলে উপস্থিত দুটি বৃত্তাকার এনক্লোসারের মধ্যে নীচেরটিতে আগের মডেলের মতো তিনটি লেন্স অবস্থান করবে না, তবে এই মডেলের দুটি বড় ক্যামেরা লেন্সের মধ্যবর্তীস্থানে আরও দুটো ক্যামেরা সেন্সরের সাথে একটি এলইডি ফ্ল্যাশ উপস্থিত থাকবে।

হুয়াওয়ে নোভা ৯ এসই-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Huawei Nova 9 SE Expected Specifications)

রিপোর্টে প্রকাশ করা হয়েছে, হুয়াওয়ে নোভা ৯ এসই হ্যান্ডসেটটির কোডনেম “জুলিয়ান” (JLN-Lxx)। জানা যাচ্ছে এই আসন্ন স্মার্টফোনটি ২,৩৮৮×১,০৮০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৭৮ ইঞ্চির এলসিডি প্যানেলের সাথে আসবে। সেলফি ক্যামেরার জন্য স্ক্রিনের ওপরে একটি সেন্টার পাঞ্চ-হোল কাটআউট থাকবে এবং এই হ্যান্ডসেটটিতে সরু বেজেল দেখতে পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, Huawei Nova 9 SE-এর রিয়ার শেলে কোয়াড-ক্যামেরা সেটআপ দেওয়া হবে, যার মধ্যে উপস্থিত থাকবে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, এই ফোনটিই সংস্থার প্রথম তিন-সংখ্যার মেগাপিক্সেল রেজোলিউশনের ক্যামেরা সহ আসবে। প্রধান ক্যামেরার সাথে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং ডেপ্থ এবং ম্যাক্রো শটগুলির জন্য আরও দুটি ২ মেগাপিক্সেলের সেন্সর পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ফোনের সামনের দিকে ১৬ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার থাকবে।

পারফরম্যান্সের জন্য, Huawei Nova 9 SE কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ অক্টা কোর প্রসেসর দ্বারা চালিত হতে পারে। এর অর্থ এই স্মার্টফোনে ৫জি সাপোর্ট অফার করবে না। তবে এই ডিভাইসে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Huawei Nova 9 SE হ্যান্ডসেটে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়া, এতে এনএফসি সাপোর্ট এবং নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত থাকবে। সফটওয়্যারের ক্ষেত্রে, Huawei Nova 9 SE গ্লোবাল ভার্সনটি অ্যান্ড্রয়েড ভিত্তিক ইএমইউআই ১২ (EMUI 12) কাস্টম স্কিনে এবং চীনা মডেলটি হারমনিওএস (HarmonyOS) ইউজার ইন্টারফেসে রান করবে।