Star India এখন Disney India, আসছে নয়া চ্যানেল

প্রক্রিয়ার সূচনা হয়েছিল তিন বছর আগে। তারই ধারাবাহিকতায় এবার দেশের অপর এক প্রধান ব্রডকাস্টার সংস্থা স্টার ইন্ডিয়া (Star India) অধিগ্রহণের কাজ সম্পূর্ণ করলো ডিজনি (Disney)। এর ফলে এখন থেকে Star India -র নাম পরিবর্তিত হয়ে সেটি Disney Star নামেই পরিচিতি পাবে। বহু মানুষ এই খবর শুনে অভিভূত হলেও, অবগতদের জন্য বিষয়টি কিন্তু একেবারেই নতুন নয়।

একথা আগেই বলেছি যে সম্প্রতি নয়, বরং তিন বছর আগে থেকেই Disney মার্কিন বহুজাতিক সংস্থা 21st Century Fox -এর কাছ থেকে Star India ছাড়াও আরো কিছু সম্পদ অধিগ্রহণ শুরু করে। সেই কারণেই এবার Star India একেবারে নতুন Disney Star নামের সাথে প্রকাশ্যে এসে গিয়েছে। গত ১৪ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই নয়া নাম ঘোষণা করা হয়েছে। একইসাথে স্টার ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার হ্যান্ডলের নাম বদলে রাখা হয়েছে ডিজনি স্টার (Disney Star)।

উল্লেখ্য, ডিজনি স্টার বর্তমানে Fox Life, Nat Geo, Asianet, UTV, Hungama সহ আরো বেশ কিছু বৃহৎ জিইসি (GEC) বা সাধারণ বিনোদনমূলক চ্যানেলের মালিক। খুব তাড়াতাড়ি সংস্থাটি ওড়িয়া ভাষাতেও একটি বিনোদনমূলক চ্যানেল শুরু করতে চলেছে বলে সদ্য সামনে এসেছে। ‘স্টার কিরানো’ (Star Kirano) নামক এই নতুন চ্যানেলটি আগামী ১লা জুন, ২০২২ -এ লঞ্চ হতে চলেছে যা এইচডি (HD) এবং এসডি (SD) উভয় রেজোলিউশনে চালু করা হবে।

অবগতির জন্য জানিয়ে রাখি, এই মুহূর্তে ডিজনি স্টারের অধীনে যে সমস্ত ভাষার আঞ্চলিক চ্যানেল রয়েছে সেগুলি হলো – বাংলা, মারাঠী, মালয়ালম, কন্নড়, তেলেগু, তামিল। সেদিক থেকে দেখতে হলে এই প্রথম সংস্থার তরফ থেকে কোনো ওড়িয়া ভাষার চ্যানেল লঞ্চ হতে চলেছে।