Tata Nexon facelift: মারুতি-হুন্ডাইয়ের ছুটি, কম্প্যাক্ট SUV কাকে বলে দেখাল টাটা, নতুন নেক্সনে চমকের ছড়াছড়ি

ভারতের এসইউভি (SUV) গাড়ির দুনিয়াকে Tata Nexon দীর্ঘদিন শাসন করে এসেছে। অত্যাধুনিক ফিচার আপডেটের দৌড়ে কোথাও যেন পিছনে পড়ে গিয়েছে গাড়িটি। ক্রেতাদের চাহিদা পূরণে তাই হাত লাগিয়েছে টাটা মোটরস (Tata Motors)। অবশেষে নতুন Nexon facelift-এর উপর থেকে পর্দা সরালো তারা। ভারতে লঞ্চের পর থেকে এটি নেক্সন-এর দ্বিতীয় ফেসলিফ্ট ভার্সন। ১৪ সেপ্টেম্বর এদেশের বাজারে লঞ্চ হচ্ছে নতুন টাটা নেক্সন ফেসলিফ্ট।

Tata Nexon facelift উন্মোচিত হল

ডিজাইনে পরিবর্তন ছাড়াও ফিচারে গাদাগুচ্ছের নতুনত্বের চমক থাকবে। যেমন বৃহত্তর টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, এবং টু-স্পোক স্টিয়ারিং হুইল। তবে ইঞ্জিনে কোন বদল থাকছে না। জল্পনা শোনা যাচ্ছে, ৪ মিটারের ছোট এসইউভি সেগমেন্টে এবারে দেশের মধ্যে সবচেয়ে বেশি ফিচার পেতে চলেছে গাড়িটি। ৪ সেপ্টেম্বর থেকে এর বুকিং শুরু হচ্ছে। লঞ্চের দিন গাড়িটির নতুন দাম ঘোষণা করবে টাটা।

Tata Nexon facelift-এর ডিজাইনে পরিবর্তনের তালিকাটি বেশ লম্বা চওড়া। সম্পূর্ণ নতুন দর্শনে হাজির হবে এটি। সহায়তা করবে স্প্লিট হেড ল্যাম্প ও আগের চাইতে মোটা আপার গ্রিল। শোভা বাড়াতে এখানেই দেওয়া হবে টাটার লোগো। হেড ল্যাম্পের নিচের অংশে একটি ব্ল্যাক প্লাস্টিক বার বিস্তৃত থাকবে। আবার নতুন টার্ন ইন্ডিকেটর সহ একাধিক ফার্স্ট-ইন-সেগমেন্ট ফিচার সহ হাজির হবে গাড়িটি।

Nexon facelift-এ নতুন অ্যালয় হুইল যোগ করা হয়েছে। পেছনে রয়েছে ফুল এলইডি সেটআপ, যা গাড়িটির প্রস্থ বরাবর বিস্তৃত। বাম্পারে রয়েছে রিভার্স ল্যাম্প। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও ডাইমেনশনে হাত লাগায়নি টাটা। Curvv কনসেপ্ট এর সাথে এর কিছুটা সাদৃশ্য লক্ষ্য করা গেছে। ফিচার হিসেবে দেওয়া হয়েছে নতুন ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন। যা Nexon EV Dark Edition-এও বর্তমান।

বৈশিষ্ট্যের তালিকায় উপস্থিত আগের চাইতে স্লিম এসি ভেন্টস, একাধিক বাটন সহ নতুন ড্যাশবোর্ড, ৩৬০ ডিগ্রী ক্যামেরা, কানেকটেড কার টেকনোলজি এবং নতুন এয়ার পিউরিফায়ার। অন্যদিকে আগের মতই একটি ১.২ লিটার টার্বো চার্জড পেট্রোল ইঞ্জিনে ছুটবে গাড়িটি। যার আউটপুট ১২০ পিএস এবং ১৭০ এনএম। ৫-স্পিড ম্যানুয়াল ও ৬-স্পিড এএমটি ট্রান্সমিশনে বেছে নেওয়া যাবে এটি।

নতুন‌ নেক্সন-এ দেওয়া হয়েছে ৭-স্পিড ডুয়েল ক্লাচ অটোমেটিক। আবার প্যাডেল শিফ্টারও বর্তমান। গাড়িটির ডিজেল ভ্যারিয়েন্ট ৬-স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্স সহ বেছে নেওয়া যাবে। পাওয়ার ও টর্ক আগের মতই যথাক্রমে ১১৫ পিএস ও ১৬০ এঞএম রাখা হয়েছে।