ফের স্বমহিমায় ফিরল Bitcoin, বাজারদর ঊর্ধ্বমুখী Ether-এরও

রেকর্ড মূল্যবৃদ্ধি ঘটানোর পর শেষ সপ্তাহে বেশ কিছুটা পতন দেখা গিয়েছিল বিটকয়েনের (Bitcoin) ট্রেডমূল্যে। বর্তমানে অবশ্য, ৬৪,০০০ ডলারের (প্রায় ৪৮.৬ লাখ টাকা) কিছুটা উপরে উঠে ফের স্থিতিশীল অবস্থায় এসেছে বিশ্বের সবচেয়ে দামি ক্রিপ্টোমুদ্রার বাজারদর। ক্রিপ্টো এক্সচেঞ্জ, CoinSwitch Kuber-এর হিসেবে, এই মুহুর্তে, মুদ্রাটি ভারতীয় মার্কেটে ৭১,০৭৩ ডলারে (প্রায় ৫২.৯ লাখ টাকা) ট্রেড করছে এবং CoinMarket Cap-এর মতো আন্তর্জাতিক এক্সচেঞ্জের হিসেব অনুযায়ী, বিশ্ববাজারে এর বর্তমান ট্রেড মূল্য ৬৫,৮২৩ ডলার ( প্রায় ৪৮.৯ লাখ টাকা)। সাম্প্রতিককালের সর্বাধিক জনপ্রিয় এই ক্রিপ্টো অ্যাসেটটির ওপর রবিবার, সবচেয়ে জনপ্রিয় ব্লকচেন শাখা, ট্যাপরুট আপডেটের কার্যত কোনো তাত্ক্ষণিক প্রভাবই পড়েনি, গত ২৪ ঘন্টায়, ট্রেডমূল্যে ১.৭১% বৃদ্ধি অন্তত সেই ইঙ্গিতই করছে।

ক্রিপ্টো বাজারের আর এক অন্যতম জনপ্রিয় মুদ্রা, ইথারও (Ether) বাজারদরের ঊর্ধ্বমুখী ট্রেন্ড বজায় রেখেছে। শেষ সপ্তাহে, বুধবার নাগাদ ৪,৮৪০ ডলারের (প্রায় ৩.৬ লাখ টাকা) রেকর্ড পার করার পর, বর্তমানে এটি ৫,১০০ ডলারে ( প্রায় ৩.৮ লাখ টাকা) ট্রেড করছে। গত ২৪ ঘন্টায় মুদ্রাটির বাজারদরে ১. ৫৯% বৃদ্ধি দেখা গিয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী, অতীতে, কিছুদিন পূর্বে বেশ কয়েকবার নিম্নমুখী হয়েছিল ইথার (Ether) এর বাজার।

এদিকে ডোজকয়েন (Dogcoin), শিবা ইনু (Shiba Inu)-ও বাজারদরের নিরিখে বেশ কিছুটা নিন্মমুখী হয়েই সপ্তাহ শুরু করে। গত সপ্তাহের শেষ থেকেই কিছুটা পতন দেখা যায় এই দুই জনপ্রিয় মিমকয়েনের ট্রেডমূল্যে। যদিও, মূল্যের গ্রাফে খুব বড়সড় হেরফের এখনও অবধি দেখা যায়নি।

বিটকয়েন ও ইথারের পাশাপাশি লাইটকয়েন (Litecoin), রিপল (Ripple), ট্রন (Tron) এর মতো অল্টকয়েনগুলিও সপ্তাহ শুরু করেছে লাভের হাত ধরে। অন্যদিকে টেথার (Tether), কারডানো (Cardano), পলকাডটরা (Polkadot) অতি স্বল্পমাত্রায় (১% এরও কম) মূল্যহ্রাস ঘটিয়েছে।

বিশ্বজুড়ে যখন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ETF) জনপ্রিয়তা পাচ্ছে, আর্ন্তজার্তিক বিনিয়োগকারীরা মুদ্রাস্ফীতির প্রতিবন্ধক হিসেবে বিনিয়োগ ক্ষেত্রে ক্রিপ্টো কে বেছে নিচ্ছেন, তখন দেশীয় স্তরে ক্রিপ্টো নিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদীর (Narendra Modi) বয়ানে। রাতারাতি গজিয়ে ওঠা অনিয়ন্ত্রিত ক্রিপ্টো প্ল্যার্টফর্ম গুলিতে জালিয়াতি ও সন্ত্রাস-তহবিলের মতো অপরাধ আটকাতে সতর্ক কেন্দ্র। শনিবার, নয়া দিল্লীতে উচ্চস্তরের আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এমনটাই তথ্য উঠে এসেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, যেহেতু ক্রিপ্টোকারেন্সির পরিধি দেশের সীমার মধ্যে আবদ্ধ নয়, তাই ক্রিপ্টো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক মিত্রতা ও সম্মিলিত কৌশল গ্রহণের পরিকল্পনা চলছে সরকারের তরফে। দেশে ক্রিপ্টো ব্যবহার নিয়ন্ত্রণ নিয়ে চলতে থাকা চাপানউতোরের মধ্যেই, ডিজিটাল মুদ্রা সম্পর্কিত বিষয়ে এবার প্রগতিশীল ও সক্রিয় ভূমিকা নেওয়ার শপথ কেন্দ্রের।