৪ হাজার টাকা ছাড়, Realme বছর শেষে আনল বাম্পার সেল, দেখে নিন অফার

বর্ষশেষের একেবারে দোরগোড়ায় এসে গিয়েছি আমরা। এই সময়ে, বিভিন্ন ই-কমার্স সাইটগুলিতে চলে নানাবিধ সেল ও অফার। সেই ধারা অব্যাহত রেখেই, Realme, ভারতে তাদের বার্ষিক Realme Year End Sale ঘোষণা করলো। এই সেল চলবে আগামী ২৬ শে ডিসেম্বর থেকে ৩০ শে ডিসেম্বর পর্যন্ত। এই সেলের আওতায়, Realme C সিরিজ, Narzo সিরিজের হ্যান্ডসেটগুলি সহ Realme GT Neo 2 5G-এর মতো মিড-রেঞ্জ ডিভাইসগুলিও পাওয়া যাবে আকর্ষণীয় ডিসকাউন্টে। Realme.com এবং Flipkart থেকে এই সেলের অফারগুলি পাওয়া যাবে। আসুন রিয়েলমির এই সেলে কোন কোন ফোনের ওপর কি কি অফার উপলব্ধ থাকবে তা দেখে নেওয়া যাক।

Realme Year End Sale অফার

রিয়েলমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Realme GT Neo 2 5G এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের প্রারম্ভিক দাম ৩৪,৯৯৯ টাকা। তবে সেলে ৮% ডিসকাউন্টের‌ সাথে এই ফোনকে ৩১,৯৯৯ টাকায় পকেটস্থ করা যাবে। অন্যদিকে, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজের হাই-এন্ড মডেলটির দাম পড়বে ৩৫,৯৯৯ টাকা। এছাড়া থাকছে নো কস্ট ইএমআই এর বিশেষ সুবিধাও। আবার, ফোনটি কেনার সময় পুরোনো ফোন বদল করলে মিলবে ১৫,৪৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু।

একইভাবে, Realme GT Master Edition স্মার্টফোনের দামেও থাকবে ৪,০০০ টাকা ছাড়। সেলে, ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্পটি পাওয়া যাবে ২৭,৯৯৯ টাকায়। আবার, ৬% ডিসকাউন্টে ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ টপ-এন্ড মডেলটির দাম পড়বে ২৯,৯৯৯ টাকা। এছাড়া, নো কস্ট ইএমআই এর সাহায্যেও আপনি ফোনটি কিনে ফেলতে পারেন। পাশাপাশি, পুরোনো ফোন বদল করলে মিলবে ১৫,৪৫০ টাকা অবধি এক্সচেঞ্জ ভ্যালু।

Realme 8 এবং Realme 8s 5G-এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলগুলিও সেলের সময় ২,০০০ টাকা ডিসকাউন্টে পাওয়া যাবে। রিয়েলমি ৮ এস ৫জি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম পড়বে ১৯,৯৯৯ টাকা। আবার, একই কনফিগারেশন সহ রিয়েলমি ৮ হ্যান্ডসেটটি, রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে ১৮,৪৯৯ টাকায় কেনা যাবে।

Realme 8 এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট, উভয়ই উপলব্ধ থাকবে ১,৫০০ টাকা ডিসকাউন্টে। অফারে, মডেল দুটির দাম পড়বে যথাক্রমে ১৬,৯৯৯ টাকা এবং ১৭,৯৯৯ টাকা।

রিয়েলমির নারজো সিরিজের কথা বললে, সেলে, Realme Narzo 50A এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলটিতে ১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। নির্দিষ্ট ডিসকাউন্ট যুক্ত হয়ে ডিভাইসটির দাম দাঁড়াবে ১১,৪৯৯ টাকা। আবার, ফোনটির , ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ সহ হাই-এন্ড মডেলটির ডিসকাউন্ট সমেত দাম পড়বে ১২,৪৯৯ টাকা।

ইয়ার এন্ড সেলে, রিয়েলমির বাজেট-সাশ্রয়ী Realme C25Y ফোনটিতে থাকবে ১,০০০ টাকা ছাড়। ডিসকাউন্ট সমেত, ফোনটির ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম পড়বে ১০,৯৯৯ টাকা। আবার, অন্যদিকে, ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে ১১,৯৯৯ টাকার বিনিময়।

আবার Realme C21 স্মার্টফোনটির ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫০০ টাকা পর্যন্ত হ্রাস পাবে। ছাড় সমেত এটির দাম পড়বে ৯,৪৯৯ টাকা। এছাড়া, ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ সহ টপ-এন্ড মডেলটির দাম পড়বে ১০,৪৯৯ টাকা।

একইভাবে, ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশন সহ Realme C21Y ফোনটিও ১০,৪৯৯ টাকায় উপলব্ধ থাকবে।