দীর্ঘ মেয়াদী প্ল্যানে BSNL এর ধারে কাছে নেই Reliance Jio, পাবেন ১২৭৫ জিবি ডেটা

সারা ভারতব্যাপী 4G পরিষেবা সরবরাহের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL) এযাবৎ ব্যর্থ। সেদিক দিয়ে দেখতে গেলে বেসরকারি টেলিকম অপারেটরগুলির তুলনায় তারা হাজার হাজার মাইল পিছিয়ে রয়েছে। এই নিয়ে দেশীয় সংস্থার অনুরাগীদের মধ্যে বিক্ষোভের অন্ত নেই। কিন্তু সমস্ত কিছুর পরেও যদি দেশের মানুষ সংস্থার পাশে দাঁড়াতেন, তবে তাদের পক্ষে উন্নত পরিষেবা সরবরাহ করা খুব একটা কঠিন হতো বলে মনে হয় না। বিশেষ করে গ্রাহক আকর্ষণের উপযুক্ত একাধিক মনোলোভা অফার প্রদানের ব্যাপারে BSNL অত্যন্ত দরাজ। এমনকি এই মুহূর্তে আমরা সংস্থার এমন একটি ফাটাফাটি প্ল্যানের কথা বলতে পারি যা দেশের প্রধান টেলিকম গোষ্ঠী Reliance Jio-কেও লজ্জা দেবে!

BSNL এর রোজ ৩ জিবি ডেটা প্ল্যানের কাছে পিছিয়ে Reliance Jio

বিশ্বাস হচ্ছে না তো? না হওয়ারই কথা। কিন্তু আমাদের দাবী মোটেই অসত্য নয়। একথা অনেকেই জানেন যে গ্রাহকের ডেটা চাহিদা মেটাতে রিলায়েন্স জিও এবং বিএসএনএল, উভয় সংস্থারই বাৎসরিক রিচার্জ প্ল্যান রয়েছে। তবে ৩৬৫ দিনের বৈধতা ও দৈনিক ৩ জিবি (GB) ডেটা সুবিধার সঙ্গে আগত এরকম একটি প্ল্যান রিচার্জের জন্য জিও ব্যবহারকারীকে যেখানে ৩,৪৯৯ টাকা খরচ করতে হবে, সেখানে বিএসএনএল উপভোক্তারা মাত্র ২,৩৯৯ টাকার বিনিময়ে একই সুযোগসুবিধা পেয়ে যাবেন! অর্থাৎ এক্ষেত্রে বিএসএনএল ব্যবহারকারী ১ হাজারেরও বেশী টাকা সাশ্রয় করতে পারবেন।

আজ্ঞে হ্যাঁ, উপরোক্ত প্ল্যানদুটির বিবরণ পেশ করলেই ব্যাপারটা স্পষ্ট হয়ে আসবে। ৩,৪৯৯ টাকার সঙ্গে আগত রিলায়েন্স জিও’র প্ল্যান রিচার্জ করলে গ্রাহকেরা দৈনিক ৩ জিবি ডেটার সঙ্গে আরো একাধিক সুবিধার লাভ ওঠাতে পারবেন। এক্ষেত্রে রিচার্জের ভ্যালিডিটি টানা ১২ মাস কার্যকর থাকবে। ১২ মাস অর্থাৎ ৩৬৫ দিন ধরে প্রতিনিয়ত ৩ জিবি ডেটা অফারের ফলে আলোচ্য এই প্ল্যান ব্যবহারকারীদের মোট ১০৯৫ জিবি ডেটা খরচের সুযোগ দেবে। এর অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে দৈনিক আনলিমিটেড ভয়েস কলিং ও ১০০ এসএমএস প্রেরণের সুযোগ। এছাড়া প্ল্যানটি রিচার্জ করলে জিও টিভি (Jio TV), জিও সিনেমা (Jio Cinema) সহ অন্যান্য জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস মিলবে।

অন্যদিকে বিএসএনএলের ২,৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানটিও প্রতিদিন ৩ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের সুযোগ দেয়। কিন্তু রাষ্ট্রায়ত্ত সংস্থা এই প্ল্যানের মেয়াদকাল মোট ৪২৫ দিন! অর্থাৎ জিও’র তুলনায় বিএসএনএল (BSNL) এক্ষেত্রে ৬০ দিনের অতিরিক্ত বৈধতা প্রদান করছে। সুতরাং এই প্ল্যানের সর্বমোট ডেটা বেনিফিট ৪২৫ x ৩ = ১,২৭৫ জিবি যা জিও’র (Jio) প্ল্যানকে অনেকটাই পিছনে ফেলেছে। অন্যান্য সুবিধার মধ্যে বিএসএনএলের আলোচ্য রিচার্জ প্ল্যান অফুরন্ত ভয়েস কলিং ও বিনামূল্যে Eros Now প্ল্যাটফর্ম থেকে বিনামূল্যে ওটিটি কনটেন্ট অ্যাক্সেসের সুযোগ দেবে।

ফেয়ার ইউসেজ পলিসি ডেটা শেষ হওয়ার পর দ্রুতগতির ইন্টারনেট প্রদানের ক্ষেত্রেও বিএসএনএলের উপরোক্ত প্ল্যান জিও’র ৩,৪৯৯ টাকার বিকল্পের চেয়ে এগিয়ে। সেক্ষেত্রে বিএসএনএল ব্যবহারকারীরা ৮০ কেবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহারের ছাড়পত্র পেলেও, জিও ব্যবহারকারীদের মাত্র ৬৪ কেবিপিএস স্পিড নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন