আসছে Samsung Galaxy S21 FE, ফাঁস হল ছবি

গত বছর Samsung এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S20 এর Fan Edition মডেল, Galaxy S20 FE বাজারে ভালই চলেছিল। কেননা Galaxy S20 এর কয়েকটি সেরা ফিচারে সজ্জ্বিত হয়ে Galaxy S20 FE লঞ্চ হয়েছিল। সেইসঙ্গে, আবার ফোনটির দামও ছিল Galaxy S20 এর তুলনায় বেশ অনেকটা সস্তা। Galaxy S20 FE স্মার্টফোনের সাফল্য পুনরাবৃত্তি করতে এই বছরেও স্যামসাং তার ফ্ল্যাগশিপ Galaxy S21 এর FE ভার্সনের ঘোষণা করবে। Galaxy S21 FE নামের আপকামিং এই ডিভাইসটির ফার্স্ট লুক এবার প্রকাশ্যে এল। রেন্ডারে দেখানো গ্যালাক্সি এস২১ এফই স্মার্টফোনকে প্রথম দর্শনে গ্যালাক্সি এস২১ এর রেপ্লিকা বলে মনে হবে। তবে আরও গভীরভাবে পর্যবেক্ষন করলে দেখা যাবে এটি আলাদা, অথচ চমৎকার ডিজাইন পেয়েছে।

অনলিকস (OnLeakes) নামে পরিচিত প্রখ্যাত টিপস্টার ক্রিস হেমারস্টোফার (Chris Hemmerstoffer), সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভয়েসে আপকামিং গ্যালাক্সি এস২১ এফই এর রেন্ডার শেয়ার করেছেন। ছবিতে ফোনটি নজরকাড়া ক্লাউড নেভি রঙে উপস্থাপিত হয়েছে। ফোনটি আরও কয়েকটি কালার অপশনে লঞ্চ হলে বলে ধরে নেওয়া যায়।

ফোনটির সামনে গ্যালাক্সি এস২১ এর মতো থাকবে কেন্দ্রস্থিত পাঞ্চ হোল ও ফ্ল্যাট ডিসপ্লে। ফোনটির পিছনেও গ্যালাক্সি এস২১ এর অনুরূপে একই জায়গায় এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল ক্যামেরা সিস্টেম লক্ষ্য করা যাবে। তবে ক্যামেরা হাউজিংয়ে উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়বে‌। গ্যালাক্সি এস২১ এর রিয়ার ক্যামেরা হাউজিং ছিল মিডল ফ্রেমের এক্সটেনশন, কিন্তু ফোনটির এফই ভার্সনের ক্যামেরা ফ্রেমের সাথে সংযুক্ত নয়। তবে ব্যাক প্যানেলের সাহায্যে এটি কেবলমাত্র ওই ডিজাইনটি মিমিক করবে।

Galaxy S21 FE স্মার্টফোনের ব্যাক প্যানেলটি খুব সম্ভবত গ্লাস্টিকের। আবার চারপাশে অ্যান্টেনা লাইন দৃশ্যমান হওয়ার ফ্রেমটি মেটালের হবে। স্পিকার গ্রিল, ইউএসবি-সি পোর্ট, ও সিম কার্ড ট্রে ফোনের নীচে রয়েছে। পাওয়ার ও ভলিউম বাটন ফোনটির ডানদিকে দেখা যাচ্ছে। বামদিকে কোনো বাটন রাখা হয়নি।

গ্যালাক্সি এস২১ এফই, এস২১ এর তুলনায় ৪ মিমি লম্বা ও ৩.৩ মিমি চওড়া হবে বলে অনলিকস জানিয়েছে। ফোনটির তাহলে পরিমাপ হবে ১৫৫.৭x৭৪.৫x৭.৯ মিমি (রিয়ার ক্যামেরা বাম্প ধরলে ৯.৩ মিমি)। অনলিকসের মতে, গ্যালাক্সি এস২১ এফই ৬.৪ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে সহ আসবে। উল্লেখ্য, গ্যালাক্সি এস২১, ৬.২ ইঞ্চি ডিসপ্লে সহ এসেছিল।

Samsung Galaxy S21 FE কবে লঞ্চ হতে পারে, এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তৃতীয় ত্রৈমাসিকের আগে স্মার্টফোনটির ঘোষণা হবে না বলেই ধরে নেওয়া যায়৷।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন