ঘরকে বানান সিনেমা হল, ১২০ ইঞ্চি স্ক্রিন সহ Hisense লঞ্চ করল চারটি স্মার্ট টিভি, দাম শুরু ২৮,৯৯৯ টাকা থেকে

Hisense ভারতে চারটি নতুন স্মার্ট টেলিভিশন মডেল লঞ্চ করল। এই টিভিগুলিকে Laser TV, Tornado QLED E7K Pro, Tornado 3.0 A7K এবং A6K নামে বাজারে আনা হয়েছে। এগুলির মধ্যে সবচেয়ে প্রিমিয়াম মডেল হল Laser TV, যা ১২০-ইঞ্চি ডিসপ্লে এবং এআই প্রযুক্তির সমর্থন সহ এসেছে। আবার Tornado QLED E7K Pro হল একটি ‘গেমিং ফোকাসড’ টিভি, যা ২৪০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে প্যানেল এবং ইন-বিল্ড উফার অফার করে। আর Tornado 3.0 A7K এবং A6K টিভি মডেলগুলিতে পাওয়া যাবে জোরালো সাউন্ড সিস্টেম, ডলবি ভিশন প্রযুক্তি যুক্ত স্ক্রিন এবং বিল্ট-ইন অ্যালেক্সার মতো ফিচার। চলুন Hisense এর স্মার্ট টেলিভিশনগুলির দাম, লভ্যতা এবং কনফিগারেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক…

ভারতে Hisense Laser TV, Tornado QLED E7K Pro, Tornado 3.0 A7K, Tornado A6K -এর দাম এবং প্রাপ্যতা

হাইসেন্স লেসার টিভিকে ই-কমার্স সাইট অ্যামাজনে ৪,৯৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। লঞ্চ অফার অংশ হিসাবে, এই মডেলকে আলোচ্য অনলাইন শপিং সাইট থেকে সেল শুরুর প্রথম সাত দিনের মধ্যে কিনলে ৩ বছর ওয়ারেন্টি অফার করা হবে।

আবার, হাইসেন্স টর্নেডো কিউএলইডি ই৭কে প্রো স্মার্ট টিভির দাম শুরু হচ্ছে ৪৯,৯৯৯ টাকা থেকে। আর টর্নেডো ৩.০ এ৭কে মডেলকে লঞ্চ করা হয়েছে ৪৭,৯৯৯ টাকা প্রারম্ভিক মূল্যে। আর টর্নেডো এ৬কে টেলিভিশনটিকে নূন্যতম ২৮,৯৯৯ টাকায় কেনা যাবে৷ উল্লেখিত তিনটি মডেলকে সেল শুরুর প্রথম সাত দিনের মধ্যে কিনলে ৪ বছর ওয়ারেন্টি পাওয়া যাবে।

লভ্যতার কথা বললে, Hisense Laser TV এবং Tornado QLED E7K Pro উভয় মডেলকেই অ্যামাজন এক্সক্লুসিভ প্রোডাক্ট হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে এবং এগুলিকে ‘অ্যামাজন প্রাইম ডে’ সেল চলাকালীন কেনার জন্য উপলব্ধ করা হবে। এদিকে Tornado 3.0 A7K হল ফ্লিপকার্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট এবং এর বিক্রি শুরু হচ্ছে আগামী ১৫ই জুলাই থেকে। এছাড়া, Tornado A6K স্মার্ট টেলিভিশনকে অ্যামাজন এবং ফ্লিপকার্ট উভয় ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।

Laser TV -এর ফিচার

Hisense ব্র্যান্ডের লেটেস্ট লঞ্চ এই ফ্ল্যাগশিপ টেলিভিশনটি ১২০-ইঞ্চির বড় ডিসপ্লে প্যানেলের সাথে এসেছে, যা ৪কে আল্ট্রা এইচডি পিকচার কোয়ালিটি, ডলবি ভিশন প্রযুক্তি এবং ৩,০০০ ইউমেনস ব্রাইটনেস সাপোর্ট করে। আবার ইউজারদের চোখ সুরক্ষিত রাখার জন্য এই টিভি টিইউভি ব্লু লাইট সার্টিফিকেশন প্রাপ্ত। এছাড়া অডিও বিভাগের ক্ষেত্রে আলোচ্য মডেলে ৪০ ওয়াটের ফ্রন্ট-ফায়ারিং স্পিকার সিস্টেম রয়েছে, যা ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থন করে। এই টিভিতে ফিল্ম মেকার মোড উপলব্ধ।

Tornado QLED E7K Pro -এর ফিচার

Hisense Tornado QLED E7K Pro স্মার্ট টেলিভিশনে আছে ডলবি ভিশন আইকিউ প্রযুক্তি সমর্থিত ৫৫-ইঞ্চির ডিসপ্লে। এই মডেলটি দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা প্রদানে সক্ষম। কেননা এতে থাকা ২৪০ হার্টজ এইচআরআর প্যানেল স্মুথ গেমিং নিশ্চিত করে। অডিও বিভাগের কথা বললে, আলোচ্য টিভি – বিল্ট-ইন উফার এবং ডলবি অ্যাটমস সহ দুর্দান্ত সাউন্ড সিস্টেম অফার করে। অন্যান্য বৈশিষ্ট্য হিসাবে এতে – এইচডিএমআই ২.১ পোর্ট, গেম মোড প্রো, এএমডি ফ্রিস্ক্যান প্রিমিয়াম, VRR এবং ALM রয়েছে।

Tornado 3.0 A7K -এর ফিচার

আল্ট্রা-স্লিম বেজেললেস ডিজাইনের সাথে লঞ্চ হওয়া Hisense Tornado 3.0 A7K স্মার্ট টেলিভিশনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন এবং এইচআরআর (HRR) প্রযুক্তি সমর্থিত ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। এতে বিল্ট-ইন উফার এবং ডলবি অ্যাটমস প্রযুক্তি সহ ৬১ ওয়াটের JBL সাউন্ড সিস্টেম বিদ্যমান, যা দুর্দান্ত অডিও কোয়ালিটি অফার করে। ভিআইডিএএ স্মার্ট ওএস চালিত এই টিভিতে – গুগল হোম, অ্যাপল এয়ারপ্লে, অ্যাপল হোম এবং বিল্ট-ইন অ্যালেক্সার মতো উল্লেখযোগ্য এআই ফিচারে অ্যাক্সেস পাওয়া যাবে। আবার – গেম মোড প্লাস, এআই পিকচার, অ্যাডাপটিভ লাইট সেন্সর এবং এআই স্পোর্টস মোডও উপলব্ধ থাকছে Tornado 3.0 A7K মডেলে।

Tornado A6K -এর ফিচার

Hisense Tornado A6K স্মার্ট টিভি ডলবি ভিশন এবং এইচডিআর১০+ (HDR10+) সহ সমস্ত এইচডিআর (HDR) ফর্ম্যাট সমর্থিত ডিসপ্লে প্যানেল অফার করে, যা অত্যাশ্চর্য ইমেজ কোয়ালিটি এবং প্রাণবন্ত রঙ সরবরাহে সক্ষম। পাশাপাশি এই ডিসপ্লে ৪কে রেজোলিউশন এবং এআই (AI) অ্যাডাপ্টিভ ডেপথ প্রযুক্তি সাপোর্ট করে। আবার গেমাররা এই মডেলে – গেম মোড প্লাস, লো লেটেন্সি প্রযুক্তি উপলব্ধ পেয়ে যাবেন, যা স্মুথ ভিজ্যুয়াল সহ দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা প্রদানে সক্ষম। এছাড়া আলোচ্য স্মার্ট টেলিভিশনে – ইন-বিল্ড আলেক্সা এবং VIDA ভয়েস সমন্বিত ফার ফিল্ড ভয়েস কন্ট্রোল বিকল্পের সুবিধাও পাওয়া যাবে।