Redmi Note 9 Pro Max এক্সচেঞ্জ অফারে মাত্র ২,৩৯৯ টাকায় কেনার সুযোগ, কোথায় পাবেন জানুন

গত পরশু থেকে Amazon India-য় শুরু হয়েছে ‘Smartphone Upgrade Day’ সেল, যাতে নামী-দামী ব্র্যান্ডের নির্বাচিত হ্যান্ডসেটগুলির ওপর ফ্ল্যাট ডিসকাউন্ট থেকে শুরু করে এক্সচেঞ্জ অফার, নো কস্ট ইএমআই ইত্যাদি বিভিন্ন দুর্দান্ত অফার সরবরাহ করছে ই-কমার্স জায়ান্ট সংস্থাটি। তবে এই সেলের আজই শেষ দিন; তাই আপনারা যারা হালফিল সময়ে নতুন স্মার্টফোন কিনবেন বলে পরিকল্পনা করেছেন, তারা হাতে থাকা প্রায় ৬ ঘণ্টা সময় কাজে লাগিয়ে আকর্ষণীয় দামে কিনে নিতে পারেন পছন্দের মোবাইল। এমনকি এই সময়ের মধ্যে, এক্সচেঞ্জ অফারে ৩,০০০ টাকারও কম দামে পকেটস্থ করা যেতে পারে Xiaomi-র জনপ্রিয় Redmi Note 9 Pro Max স্মার্টফোনটি। কিভাবে? আসুন জেনে নিই…

আসলে অ্যামাজন স্মার্টফোন আপগ্রেড ডে সেলে, ১৮,৯৯৯ টাকা মূল্যের Redmi Note 9 Pro Max-এর ৬ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির ওপর ৪,০০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে; যার ফলে এটি ১৪,৯৯৯ টাকায় কেনা যাবে। তবে একই সাথে ফোনটির ওপর পাওয়া যাবে ১২,৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও, ফলে আপনি যদি নিজের পুরানো ফোনটিকে এক্সচেঞ্জ করেন বা এই ফোনের সাথে আপগ্রেড করেন তাহলে আপনাকে মাত্র ২,৩৯৯ টাকা ব্যয় করতে হবে।

শুধু তাই নয়, এই সেলে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের জন্যও বিশেষ অফার রয়েছে। ফলত, এই কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে গ্রাহকরা ১,২৫০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। তবে জানিয়ে রাখি, এই কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে কোনো ইএমআই অপশনের সুবিধা পাওয়া যাবেনা।

যারা Redmi Note 9 Pro Max ফোনটির বিশেষত্ব সম্পর্কে অবগত নন, তাদের বলি গত বছর লঞ্চ হওয়া এই হ্যান্ডসেটে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে রয়েছে, যার স্ক্রিন রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল, পিক্সেল ডেন্সিটি ৪০০ পিপিআই এবং আসপেক্ট রেশিও ২০:৯। ফোনটিতে ২.৩ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০ জি প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম রয়েছে। আবার ফটোগ্রাফির জন্য এতে পাওয়া যাবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত এআই রিয়ার কোয়াড ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। শুধু তাই নয়, ক্রেতারা এই ফোনে ৫,০২০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন