Fire Boltt Quantum: ব্লুটুথ কলিং ফিচার্স সহ দুর্দান্ত স্মার্টওয়াচ লঞ্চ করল ফায়ার বোল্ট

Avatar

Published on:

Fire Boltt Quantum Smartwatch Launched in India

ভারতে আত্মপ্রকাশ করল Fire Boltt সংস্থার নতুন Fire Boltt Quantum স্মার্টওয়াচ। ব্লুটুথ কলিং সহ আসা ট্রাডিশনাল লুকের এই স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে ৩৫০ এমএএইচ ব্যাটারি, যা ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। আবার ঘড়িটিতে ১২৮ এমবি মেমোরি কার্ড উপলব্ধ। তাই এর সাথে ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন যুক্ত করে ব্যবহারকারী হাতের ঘড়ি থেকেই সরাসরি গান শুনতে পারবেন। চলুন বিশদে দেখে নেওয়া যাক নতুন Fire Boltt Quantum স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Fire Boltt Quantum স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ফায়ার বোল্ট কোয়ান্টাম স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। ব্ল্যাক, ব্ল্যাক রেড, গ্রীন এবং ব্লু, এই চারটি কালার অপশনের মধ্যে থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দের স্মার্টওয়াচটি। উল্লেখ্য, সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাবে ঘড়িটি।

Fire Boltt Quantum স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত ফায়ার বোল্ট কোয়ান্টাম স্মার্টওয়াচটি ১.২৮ ইঞ্চি এইচডি রেজোলিউশন যুক্ত গোলাকৃতির ডায়ালের সাথে এসেছে। আর এতে রয়েছে স্টেনলেস স্টিল এবং সেরামিক বডি। তাছাড়া এর স্টেনলেস স্টিলের স্ট্র্যাপ ও মেটাল ফ্রেম ঘড়িটিকে আরো মজবুত করে তুলেছে। শুধু তাই নয়, ঘড়িটিতে থাকছে ডুয়েল কালার বেজেল এবং ডান ধারে একটি রোটেটিং ক্রাউন বাটন।

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে কোয়ান্টাম স্মার্টওয়াচে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকার, স্লিপ মনিটর উপলব্ধ। সাথে থাকছে সিডেন্টারি রিমাইন্ডারও। আবার ঘড়িটিতে একাধিক স্পোর্টস মোডও সাপোর্ট করবে।

তবে ওয়্যারেবলটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এটি ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট সহ এসেছে। এর জন্য এতে ইনবিল্ট মাইক ও স্পিকার বর্তমান। আবার ঘড়িটিতে রয়েছে ১২৮ এমবি মেমরি কার্ড। তাই ব্যবহারকারী তাদের ঘড়ির সাথে ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন যুক্ত করে সরাসরি গান শুনতে পারবেন। তদুপরি ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হলো মিউজিক এবং ক্যামেরা কন্ট্রোল, স্মার্ট নোটিফিকেশন, ওয়েক জেসচার ইত্যাদি। সংস্থার মতে, একবার চার্জে ঘড়িটি ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। এর জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে ৩৫০ এমএএইচ ব্যাটারি। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটি IP67 রেটিং প্রাপ্ত।

সঙ্গে থাকুন ➥