Toshiba আনল 55 ও 65 ইঞ্চির মিনি LED TV, অ্যামাজন সেল থেকে কিনুন সস্তায়

Toshiba 4K Mini LED smart TV M650 স্মার্ট টেলিভিশন মডেলকে দুটো ডিসপ্লে ভ্যারিয়েন্টের সাথে নিয়ে আসা হয়েছে, যথা - ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি

আজ অর্থাৎ ১৩ই জুলাই Toshiba ভারতের বাজারে তাদের লেটেস্ট স্মার্ট টেলিভিশন মডেল Toshiba 4K Mini LED Smart TV M650 লঞ্চ করল। এই টিভিটি দুটি ভিন্ন ডিসপ্লে সাইজের সাথে পাওয়া যাবে, যথা – ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি। উভয় ভ্যারিয়েন্টই কোয়ান্টাম ডট কালার এবং ফুল অ্যারে লোকাল ডিমিং প্রো -এর মতো নানাবিধ উন্নত প্রযুক্তির সমর্থন সহ দুর্দান্ত ভিউয়িং কোয়ালিটি প্রদান করতে সমর্থ। আবার এতে হাই-রিফ্রেশ রেট সাপোর্ট করায় স্মুথ গেমিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন ইউজাররা। এছাড়া আলোচ্য মডেলে একাধিক জনপ্রিয় ওটিটি অ্যাপ, ভয়েস অ্যাসিস্টেন্ট সাপোর্ট করবে। চলুন সদ্য লঞ্চের মুখ দেখা Toshiba 4K Mini LED Smart TV M650 -এর দাম, সেলের তারিখ, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Toshiba 4K Mini LED Smart TV M650 -এর দাম ও লভ্যতা

ভারতের বাজারে তোশিবা ৪কে মিনি এলইডি স্মার্ট টিভি এম৬৫০ স্মার্ট টেলিভিশন মডেলকে দুটো ডিসপ্লে ভ্যারিয়েন্টের সাথে নিয়ে আসা হয়েছে, যথা – ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি। যার মধ্যে বেস মডেলের দাম ৫৪,৯৯৯ টাকা রাখা হয়েছে এবং টপ-এন্ড বিকল্পকে পাওয়া যাবে ৭৪,৯৯৯ টাকায়৷ লভ্যতার কথা বললে, এটিকে ‘অ্যামাজন প্রাইম ডে’ (Amazon Prime Day) সেলের প্রথম দিন অর্থাৎ ১৫ই জুলাই থেকে কেনার জন্য উপলব্ধ করা হবে। এক্ষেত্রে আগেই বলে দিই, টিভিটির দাম ২১শে জুলাই থেকে বাড়বে।

আর লঞ্চ অফারের অংশ হিসাবে, অ্যামাজন প্রাইম ডে সেল লাইভ থাকাকালীন এই স্মার্ট টিভিকে কিনলে চার বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে।

Toshiba 4K Mini LED Smart TV M650 -এর স্পেসিফিকেশন ও ফিচার

তোশিবা ৪কে মিনি এলইডি স্মার্ট টিভি এম৬৫০ আল্ট্রা-থিন বেজেল এবং পাতলা ডিজাইন সহ এসেছে। এর সাথে একটি ধাতব বা মেটালিক স্ট্যান্ড দেওয়া হয়েছে, যা টিভিটিকে আরও ভাল বিল্ড অফার করে। আর এই স্মার্ট টিভিতে কোয়ান্টাম ডট কালার এবং ফুল অ্যারে লোকাল ডিমিং প্রো প্রযুক্তি সমর্থিত ৫৫-ইঞ্চি / ৬৫-ইঞ্চির ৪কে মিনি QLED ডিসপ্লে প্যানেল রয়েছে। এই ডিসপ্লে – ডলবি ভিশন আইকিউ, HDR10+ এবং ৬০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। পাশাপাশি স্ক্রিনটি হাই-রিফ্রেশ রেট সমর্থন করায় গেমিংয়ের ক্ষেত্রে দুর্দান্ত তথা স্মুথ ভিউয়িং এক্সপিরিয়েন্স প্রদান করে। এছাড়া ইউজারের চোখ সুরক্ষিত রাখার জন্য ডিভাইসটি আই-কেয়ার ব্লু লাইট সার্টিফিকেশন প্রাপ্ত।

সংস্থার দাবি অনুসারে, নয়া Toshiba 4K Mini LED smart TV M650 টিভিটি রেগজা ইঞ্জিন জেডআর (REGZA Engine ZR) সহ এসেছে, যা – সুপার কনট্রাস্ট বুস্টার, কালার রিমাস্টার প্রো এবং পিকচার অপটিমাইজার প্রযুক্তি যুক্ত এআই (AI) ফিচার ব্যবহার করার অনুমতি দেয়। অডিও বিভাগের কথা বললে, আলোচ্য মডেলে – রেগজা সাউন্ড (REGZA Sound), ডায়লগ এনহ্যান্সার, ৩৬০-সাউন্ড আপস্কেলিং এবং রেগজা বাস উফার (REGZA Bass Woofer) প্রযুক্তি সমর্থিত সাউন্ড সিস্টেম রয়েছে, যা ৪৯ ওয়াট আউটপুট সরবরাহ করে।

কানেক্টিভিটির জন্য এতে সামিল থাকছে – ব্লুটুথ ৫.০, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, এইচডিএমআই ২.১ এবং ইউএসবি পোর্ট। আলোচ্য টিভি মডেলে অ্যাপল এয়ারপ্লে সমর্থন করে। আবার ভিডিএএ ওএস (VIDAA OS) চালিত এই টিভি – নেটফ্লিক্স (Netflix), অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video), ইয়াপ টিভি (Yupp TV), ইউটিউব (YouTube), হাঙ্গামা (Hungama), ডেইলি প্লে মোশন (Daily Play Motion) -এর মতো একাধিক ওভার-দ্য-টপ বা ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্মের অ্যাক্সেস অফার করে। এছাড়া Toshiba 4K Mini LED smart TV M650 অ্যালেক্সা, ভিআইডিএএ ভয়েস এবং গুগল অ্যাসিস্টেন্টের মতো ভয়েস কন্ট্রোলার এআই অ্যাপের সমর্থন সহ এসেছে।