ভারতের পর আমেরিকায় ব্যান হচ্ছে টিকটক? দেখা যাচ্ছেনা কোনো ভিডিও

আবার শিরোনামে টিকটক! আপনাদের হয়তো মনে আছে কয়েকদিন আগেই আমরা জানিয়েছিলাম যে, ভারতের মতই মার্কিন যুক্তরাষ্ট্রেও TikTok কে নিষিদ্ধ করা হতে পারে। যদিও এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সরকার এবিষয়ে কোনো ঘোষণা করেনি। তবে এরইমধ্যে বাইটড্যান্সের মালিকানাধীন এই অ্যাপটি যুক্তরাষ্ট্রে ঠিক ঠাক কাজ করছে না এবং এটিতে কোনো ভিডিও দেখা যাচ্ছে না।

সূত্রের খবর, সম্প্রতি সেদেশের কিছু টিকটক ইউজার টুইটারে পোস্টের মাধ্যমে এই ঘটনার কথা জানিয়েছেন। ১৭,০০০-এর বেশি ইউজার এই শেয়ারিং অ্যাপটির ডাউনগ্রেডিংয়ের বিষয়ে অভিযোগ করে বলেছেন যে তারা টিকটকে কোনো ভিডিও দেখতে পারছেন না, এমনকি তাদের ভিডিওতে ‘লাইক’ শূন্য হয়ে গেছে। এছাড়া Downdetector-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর আমেরিকা ও ইউরোপে দুপুর ২ টোর পর থেকে টিকটক ডাউন হতে দেখা গেছে। এই ঘটনার পর টিকটক সংস্থা টুইটারে বলেছে, তারা খুব শীঘ্রই এই সমস্যাটি সমাধান করবে।

যদিও এই ঘটনা থেকে যুক্তরাষ্ট্রে টিকটক সত্যি নিষিদ্ধ হবে এমনটা বলা যায়না, যদি না সরকারের তরফে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়। ঘটনাটি একটি প্রযুক্তিগত সমস্যা বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পরে অস্ট্রেলিয়াও এই অ্যাপটি নিষিদ্ধ করার কথা ভাবছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে দাবি উঠেছে ইউজারদের গোপনীয়তার কথা মাথায় রেখে এই চীনা অ্যাপ নিষিদ্ধ করা উচিত। অতএব, সব মিলিয়ে টিকটকের সময় যে একেবারেই ভালো যাচ্ছেনা একথা নিঃসন্দেহে বলা যায়।