আফগানিস্তানকে হারিয়ে টেস্ট ক্রিকেটের প্রথম জয় পেল আয়ারল্যান্ড, অনন্য তালিকায় পিছনে ফেলল ভারত-নিউজিল্যান্ডকেও

Avatar

Published on:

Ireland cricket team creates a new record in test cricket which India South Africa could not achieve

আজ একমাত্র টেস্টে আফগানিস্তানকে (Afghanistan) ৬ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট দল (Ireland Cricket Team)। আর এই জয়ের সাথেই ক্রিকেট ইতিহাসে এক নয়া রেকর্ড গড়লো আয়ারল্যান্ড। যা করে দেখাতে পারেনি ভারত দক্ষিণ আফ্রিকার মতো দলও। হ্যাঁ ঠিকই শুনছেন, আজ সকলকে অবাক করে এই নতুন রেকর্ড নিজের নাম করলেন অ্যান্ড্রু বালবির্নিরা (Andrew Balbirnie)।

আজ নিজেদের অষ্টম টেস্ট ম্যাচেই প্রথম জয় সংগ্রহ করলো আয়ারল্যান্ড দল। জানলে অবাক হবেন যেখানে ভারতীয় দল তাদের টেস্ট ইতিহাসে ২৫ টেস্ট খেলার পর প্রথম জয় পেয়েছিল। দক্ষিণ আফ্রিকা ১২ টি টেস্ট খেলার পর জয় পেয়েছিল। অন্যদিকে নিউজিল্যান্ডের মতো দলও প্রথমে ৪৫ টি টেস্ট খেলে প্রথম জয় পেয়েছিল। সেখানে আয়ারল্যান্ডের মতো দল মাত্র ৮ টি টেস্টেই এটি সম্ভব করে দেখালো।

২০১৭ সালে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ খেলার মর্যাদা পেয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু ২০১৮ সালে তারা নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলে। তারপর থেকে ইংল্যান্ড, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথেও টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড দল। আজকের জয়ের আগে ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলেছিল আয়ারল্যান্ড। কিন্তু সেই ম্যাচে হার নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল আইরিশদের। এবার সেই আফগানিস্তানকে হারিয়েই ইতিহাস গড়লো আয়ারল্যান্ড।

আজ আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নির ৫৮ রানের ইনিংসের দৌলতে সহজেই জয় পায় তারা। বালবির্নির ইনিংসের সাথ দেন লোর্কান টাকার (Lorcan Tucker)। আফগানরা দ্বিতীয় ইনিংসে ১১১ রানের লক্ষ্য রাখলেও, মাত্র ৪ উইকেট হারিয়ে এই ম্যাচ অতি সহজেই জয়লাভ করেছে আয়ারল্যান্ড।

সঙ্গে থাকুন ➥