‘ধোনি যদি মনে করে….’, টি-২০ বিশ্বকাপে খেলতে চলেছেন ধোনি? আলোড়ন ফেলা মন্তব্য ইরফানের

Avatar

Published on:

Irfan Pathan said if MS Dhoni wants to play the t20 world cup then no one will deny him that chance

আইসিসি টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) শুরু হতে আর হাতে বেশিদিন নেই। চলতি আইপিএল ২০২৪ (IPL 2024) শেষ হওয়ার পরে পরেই অনুষ্ঠিত হবে ওই মেগা ইভেন্টটি। এবারের মেগা ইভেন্টটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। কিন্তু তার আগেই ভারতীয় স্কোয়াড কেমন হবে, সেই নিয়ে চিন্তিত ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এমন মুহুর্তে প্রত্যেক ক্রিকেট বিশেষজ্ঞরা নিজেদের নিজেদের পছন্দ মতো ভারতের সম্ভাব্য স্কোয়াড খুঁজে নিচ্ছেন।

কেউ স্কোয়াড খুঁজতে ব্যাস্ত, কেউ আবার কাকে ছেড়ে কাকে নেওয়া উচিত, এইসবে নিজেদের মতামত রাখছেন। অনেকে চলতি আইপিএলে ছন্দ দেখে অনেক নতুন প্রতিভাকে টি-২০ বিশ্বকাপে দেখতে চাইছেন। অন্যদিকে, অনেকের মাথায় প্রাক্তনদের ফেরানোর কথা মাথায় চলছে। ঠিক সেরকমই একজন হলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। চলতি আইপিএলে শেষে ব্যাট করতে এসে তিনি যেরকম ব্যাটিং দেখাচ্ছেন, তাতে তার বয়সকে উপেক্ষা করে আসন্ন টি-২০ বিশ্বকাপে দেখতে চাইছেন অনেকেই।

এই একই চিন্তা ঘোরাফেরা করছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের (Irfan Pathan) মাথায়। তিনি সম্প্রতি এক কথোপকথনের মাঝে এমএস ধোনির প্রসঙ্গ টেনে বলেছেন, “যদি ধোনি বলেন যে তিনি এই টি-২০ বিশ্বকাপ খেলতে চান, তাহলে তাকে সুযোগ দেওয়া থেকে বারন করতে পারে না।” যদিও এমনটা শুধু তিনিই বলেছেন, বাস্তবের সাথে এটা কোনোভাবেই জড়িত নয়। তবে ইরফান বলতে চেয়েছেন, যদি এমনটা হয়।

কিন্তু ধোনি যে আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না সেটা সকলেই জানেন। কারণ, ৫ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। সুতরাং, কোনোভাবেই তার পক্ষে সম্ভব নয়, এই ৪২ বছর বয়সে পুনরায় নীল জার্সিতে ব্যাক করার। তবে যদি এটা কোনোভাবে সম্ভব হতো, তাহলে ঋষভ পান্থ এবং কেএল রাহুলের জায়গা নিয়ে টানাটানি হতো। এদিকে অনেক ধোনি ভক্তই এটা চান যে, আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলুক ভারতের প্রাক্তন অধিনায়ক।

সঙ্গে থাকুন ➥