GT vs PBKS: শশাঙ্ক মাস্টারক্লাস! গুজরাটের মুখের ম্যাচ ছিনিয়ে পাঞ্জাবকে দ্বিতীয় জয় এনে দিলেন আনক্যাপড প্লেয়ার

Avatar

Published on:

Punjab Kings beat Gujarat Titans by 3 wickets on a nail bitting match at Ahmedabad ipl 2024

আজ আইপিএলে (IPL 2024) এক রোমহর্ষক ম্যাচের সাক্ষী থাকলো আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। যেখানে রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) ৩ উইকেটে হারিয়ে জয়লাভ করলো পাঞ্জাব কিংস (Punjab Kings)। এই জয় এই মরশুমের তাদের দ্বিতীয় জয়। এই জয়ের সাথেই পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এল পাঞ্জাব কিংস।

আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। প্রথমে ব্যাট করতে এসে গুজরাট টাইটান্স ২০ ওভারে ৪ উইকেটে বিনিময়ে ১৯৯ রান তোলে। যার মধ্যে অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) ব্যাট থেকে আসে ৪৮ বলে ৮৯ রানের ইনিংস। এছাড়া কেন উইলিয়ামসন (২৬), সাই সুদর্শন (৩৩) এবং রাহুল তেওয়াটিয়া (২৩*) গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

পাঞ্জাব কিংসকে এই মরশুমে তাদের দ্বিতীয় জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ ওভারে ২০০ রান। যা তাড়া করতে ওপেনে আসেন পাঞ্জাবের নিয়মিত ওপেনার শিখর ধাওয়ান এবং জনি বেয়ারস্টো। ধাওয়ান প্রথমে ১ রান করে উমেশ যাদবের শিকার হতেই পাঞ্জাবের উপর চাপ পড়ে যায়। অন্যদিকে বেয়ারস্টো পাওয়ার প্লের শেষ ওভারে ২২ রান করে নূর আহমেদের বলে আউট হয়ে যান। এরপর দলকে এগিয়ে প্রভসিমরান সিং।

প্রভসিমরান ২৪ বলে ৩৫ রানের ইনিংস খেলার পর আউট হয়ে যান। তিনিও নূর আহমেদের শিকার হন। স্যাম কুরানও মাত্র করে আজমাতুল্লাহ ওমারজাইয়ের শিকার হন। পরবর্তী ব্যাটসম্যান সিকান্দার রাজা ১৫ রান করে ফেরেন। এখান থেকে ম্যাচের হাল ধরেন শশাঙ্ক সিং (Shashank Singh) এবং জিতেশ শর্মা। তবে জিতেশ ১৬ রান করে রাশিদ খানের বলে আউট হন। এই পরিস্থিতি থেকে পাঞ্জাবের জয় কঠিন হয়ে থাকলেও, শেষমেষ শশাঙ্ক সিংয়ের অপরাজিত ২৯ বলে ৬১ রান এবং আশুতোষ শর্মার (Ashutosh Sharma) ১৭ বলে ৩১ রানের দৌলতে ৩ ম্যাচটি উইকেটে জয়লাভ করে পাঞ্জাব কিংস।

গুজরাট টাইটান্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচের স্কোরকার্ড (Gujarat Titans vs Punjab Kings Match Scorecard):

গুজরাট টাইটান্স: ১৯৯/৪ (২০ ওভার)

পাঞ্জাব কিংস: ২০০/৭ (১৯.৫ ওভার)

ম্যাচটি পাঞ্জাব কিংস ৩ উইকেটে জয়লাভ করেছে।

সঙ্গে থাকুন ➥