Realme GT Neo 2-এর দর্শন করে নিন, Snapdragon 870 প্রসেসরের সাথে আসছে

উত্তরসূরির অপেক্ষায় Realme GT Neo 5G৷ ঠিকই শুনেছেন, গত মার্চে লঞ্চ হওয়া MediaTek Dimensity 1200 প্রসেসরের ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Realme GT Neo 5G-এর সাক্সেসরের উপরে কাজ করছে কোম্পানি। যা Realme GT Neo 2 নামে বাজারে আসবে। কি করে এতো নিশ্চিত হচ্ছি? আসলে অফিসিয়াল লঞ্চের আগে আজ Realme GT Neo 2-এর ডিজাইন ফাঁস হয়েছে। পাশাপাশি উঠে এসেছে রিয়েলমির এই আপকামিং প্রিমিয়াম-গ্রেড হ্যান্ডসেটের স্পেসিফিকেশন।

Realme GT Neo 2 রেন্ডার

টিপস্টার অনলিকসের সাথে যৌথ উদ্যোগে ডিজিট, রিয়েলমি জিটি নিও ২-এর রেন্ডার এবং বিভিন্ন তথ্যাবলী শেয়ার করেছে। প্রি-প্রোডাকশন ইউনিটের উপর ভিত্তি করে সেগুলি প্রকাশ করা হয়েছে। যদিও ডাইনেমশন উল্লেখ করা হয়নি, তবে রিপোর্টে বলা হয়েছে, রিয়েলমি জিটি নিও ২ বেশ হাল্কা ও স্লিম হবে।

সামনের দিকে, রিয়েলমি জিটি নিও ২ ফোনে সামান্য বেজেলের সাথে রয়েছে বড় ডিসপ্লে, এবং ফ্রন্ট-ফেসিং ক্যামেরার জন্য কাটআউট। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে তিনটি ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ৷ নীচের প্রান্তে স্পিকার গ্রিল ও ইউএসবি টাইপ সি পোর্ট দেখা যাচ্ছে। বাম দিকে ভলিউম কন্ট্রোল ও ডান দিকে পাওয়ার বাটন রয়েছে।

Realme GT Neo 2 স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

ডিজিটের রিপোর্ট অনুসারে, ৬.৬২ ইঞ্চি ফুল-এইচডি প্লাস ডিসপ্লের সাথে আসবে রিয়েলমি জিটি নিও ২। এটি ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট অফার করবে। ডিসপ্লের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে৷ বাম দিকের পাঞ্চ-হোল কাটআউটে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হবে।

রিয়েলমি জিটি নিও ২ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর থাকার সম্ভাবনা আছে। ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনটি আসবে। রিপোর্টে আরও বলা হয়েছে, ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমিইউই ২.০ সিস্টেমে রান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকতে পারে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

এছাড়া ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরের সঙ্গে আসতে পারে Realme GT Neo 2। বলা হচ্ছে, Realme GT-এর ক্যামেরা সেটআপের সঙ্গে এর সাদৃশ্য থাকতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন