Ducati Pro-I Evo ই-স্কুটার অবিশ্বাস্য দামে লঞ্চ হল, পাবেন স্মার্টফোন কানেক্টিভিটি সিস্টেম

Ducati-র চোখধাঁধানো বাইক সবার সাধ্যে কুলোবে না ঠিকই, কিন্তু এই ইতালির প্রিমিয়াম টু-হুইলার ব্র্যান্ডটি এমন প্রাইস পয়েন্টে নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে আনছে, যা শুনলে আপনি চমকে উঠবেন। সদ্য লঞ্চ হওয়া Ducati Pro-I Evo ই-স্কুটারের দাম ৪৭৭ ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৫,৪০০ টাকার সমান।

Ducati Pro-I Evo ডিজাইন

Ducati Pro-I Evo Design

Ducati-র আরবান মোবিলিটি বিভাগ কাছাকাছি থাকা অফিস, স্কুল-কলেজ, এবং নিকটবর্তী স্থানে যাতায়াতের কথা মাথায় রেখে Pro-I Evo ই-স্কুটারের ডিজাইন করেছে। একদম হালকা এবং সহজেই ফোল্ড বা ভাঁজ করা যায় বলে বাস বা প্রাইভেট গাড়ির মধ্যেও এটি বহন করা যাবে।

Ducati Pro-I Evo ব্যাটারি, মোটর, রেঞ্জ

ডুকাটি প্রো-আই ইভো ই-স্কুটারে ৩৫০ ওয়াট ক্ষমতার ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে। সেইসঙ্গে রয়েছে ৩৬ ভোল্টের ২৮০ ওয়াট আওয়ারের ব্যাটারি, যা ফুল চার্জ হতে এক ঘন্টার উপরে সময় লাগবে। ডুকাটি প্রো-আই ইভো এক চার্জে ২৫-৩০ কিমি পথ নির্বিঘ্নে চলতে পারবে।

Ducati Pro-I Evo ফিচার

ducati pro-i evo features

ডুকাটি প্রো-আই ইভো ই-স্কুটার তিনটি রাইডিং মোডের সাথে এসেছে – ইকো, ডি, ও এস৷ ইকো মোডে ৬ কিমি গতিসীমাতে এটি চালানো যাবে। আবার ডি ও এস মোডে সর্বোচ্চ গতিবেগ হবে যথাক্রমে ২০ কিমি/ঘন্টা এবং ২৫ কিমি/ঘন্টা। এর দু’প্রান্তেই রয়েছে ডিস্ক ব্রেক৷ স্কুটারের হ্যান্ডেলবারে ছোট এলইডি ড্যাশবোর্ড আছে। সিস্টেমটি স্মার্টফোন অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করা যাবে।

Ducati আর কয়েক সপ্তাহের মধ্যেই Pro-I Evo ইলেকট্রিক স্কুটারের বিক্রি শুরু করবে। দুঃখের বিষয়, ভারতে এই মুহূর্তে Pro-I Evo লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই৷ তবে দেশের ডুকাটিপ্রেমীরা এখন থেকেই বাইরের দেশ থেকে এটি ভারতে ইমপোর্ট করার ভাবনাতে মশগুল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন