Apple iPad Pro চলতি মাসেই বাজারে আসছে, থাকবে মিনি এলইডি ডিসপ্লে

iPad Pro এর নেক্সট জেনারেশন মডেল এই বছরের প্রথমার্ধেই লঞ্চ হয়ে যেতে পারে বলে এতদিন জল্পনা চলছিল। আবার সংবাদসংস্থা ব্লুমবার্গ তাদের প্রতিবেদনে বলেছিল, আইপ্যাড প্রো-র নতুন মডেল এপ্রিলের মধ্যেই বাজারে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। নতুন রিপোর্টের অপেক্ষায় থাকার মাঝেই, ব্লুমবার্গ এর তরফে জানানো হল যে, এই মাসের শেষেই Apple, iPad Pro 2021 এর ঘোষণা করতে চলেছে।

ব্লুমবার্গের রিপোর্টে আবার উল্লেখ করা হয়েছে যে, মিনি-এলইডি ডিসপ্লের সরবরাহে সমস্যা দেখা দেওয়ায় আইপ্যাড প্রো-র প্রোডাকশনে অ্যাপলকে নানা অসুবিধায় পড়তে হয়েছিল। তা সত্বেও, আপকামিং আইপ্যাড প্রো-তে মিনি-এলইডি ডিসপ্লে থাকবে৷। উল্লেখ্য, এটি আইপ্যাড প্রো-র পুরোনো ১২ ইঞ্চি ভ্যারিয়েন্টের এলসিডি প্যানেলকে রিপ্লেস করবে।

তবে ব্লুমবার্গের দাবি, এপ্রিলের শেষে ২০২১ আইপ্যাড প্রো-র ঘোষণা হয়ে গেলেও, মিনি-এলইডি ডিসপ্লের আরও প্রিমিয়াম ভ্যারিয়েন্ট কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর শিপিং হতে পারে। আইপ্যাড প্রো-র নতুন মডেল থেকে কী কী প্রত্যাশা করা যেতে পারে, সেই বিষয়ে পূর্ববর্তী একটি প্রতিবেদনে আলোকপাত করা হয়েছিল।

রিপোর্ট অনুযায়ী ক্যামেরা আপগ্রেড হওয়ার পাশাপাশি ২০২১ আইপ্যাড প্রো-তে ইউএসবি-সি পোর্ট সহ থান্ডারবোল্ট কানেকশন সাপোর্ট করবে। এখন দেখার বিষয় হচ্ছে নতুন আইপ্যাড মডেল লঞ্চের জন্য অ্যাপল লঞ্চ ইভেন্টের আয়োজন করবে, নাকি গত বছরের মতো প্রেস বিজ্ঞপ্তি জারি করে লঞ্চের ঘোষণা করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন