শহর গ্রামের আসল ‘দৃশ্য’ দেখাবে Google Maps, আসছে নয়া আপডেট

মাস পাঁচেক আগে অনুষ্ঠিত হওয়া Google (গুগল)-এর বার্ষিক ইভেন্ট, আমাদের বেশ কিছু নতুন প্রযুক্তিগত ফিচারের সাথে পরিচয় করিয়েছে। ওই অনুষ্ঠানে সংস্থার বহুল ব্যবহৃত ডিজিটাল ম্যাপ সার্ভিস Google Maps (গুগল ম্যাপস)-এর জন্যও আনা হয়েছে পরিবর্তন, ফলে আগের চেয়ে এই প্ল্যাটফর্ম অনেকটাই উন্নত হয়েছে। তবে এবার টেক জায়ান্ট Google, Maps-এ এমন একটি বিশেষ ফিচার আনতে চলেছে, যার মাধ্যমে ইউজার এক্সপেরিয়েন্সে ব্যাপক ভোলবদল হতে পারে। আসলে সম্প্রতি শোনা গিয়েছে যে, সংস্থা, Google Maps-এর ভিজ্যুয়াল এফেক্টের ওপর কাজ করছে যা বাস্তবায়িত হলে ইউজাররা কোনো জায়গার আসল ভিউ বা দৃশ্য দেখতে পাবেন। এতে, তাদের সেই জায়গাটি জীবন্ত অনুভব করতে বা সেখানকার বাস্তবতা অনুভব করতে সুবিধা হবে।

আগামী মাসে আসছে Neighborhood Vibe ফিচার

বলে রাখি, গুগল ম্যাপসের এই নতুন ফিচারটির নাম দেওয়া হয়েছে নেইবারহুড ভাইব (Neighbourhood Vibe)। ফিচারটি ব্যবহার করে ইউজাররা কোনো জায়গা করলে, গুগল ম্যাপস কমিউনিটি, ফটো এবং তথ্যের মাধ্যমে সেই স্থানগুলিকে জীবন্ত করে তুলবে৷ এক্ষেত্রে, আশেপাশের পরিবেশ নির্ধারণ করতে গুগল, লোকাল ডেটার সাথে এআই (AI) ব্যবহার করবে। সবচেয়ে বড় ব্যাপার হল যে, আগামী মাসেই অ্যান্ড্রয়েড এবং আইওএস (iOS)-এর জন্য বিশ্বব্যাপী ‘নেইবারহুড ভাইব’ চালু হবে।

কয়েকদিন আগেই এসেছে এই ফিচার

এই বছরের দ্বিতীয় প্রান্তিকে গুগল, ‘ইমারসিভ ভিউ’ (Immersive View) ফিচারের ঘোষণা করে। এই ফিচারের সুবাদে ম্যাপস ব্যবহারকারীরা এখন আবহাওয়া, ট্রাফিক ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যসহ কোনো জায়গার বহুমাত্রিক দৃশ্য দেখতে পারেন। সোজা কথায় বললে, ইমারসিভ ভিউ, জনপ্রিয় স্থান-সমূহের এনহ্যান্স ডিজিটাল ভিউ প্রদান করে।

Live View

তিন বছর আগে, Google, ‘লাইভ ভিউ’ (Live View) নামে একটি অপশন প্রবর্তন করেছিল যার মাধ্যমে ইউজাররা যাতে ইউজার কোনো জায়গার আপডেট পেতে পারেন। তবে এখন সংস্থাটি ‘লাইভ ভিউ সার্চ’ (Live View Search) নামে একটি নতুন ফিচার আনতে চলেছে। এক্ষেত্রে Maps-এর প্রযুক্তি প্রসারিত হওয়ায় ইউজাররা ATM, কফি শপ, মুদির দোকান এবং ট্রানজিট স্টেশনসহ বিভিন্ন জায়গা সহজেই খুঁজে পাবেন। এমনকি ফিচারটির সাহায্যে ওই সমস্ত জায়গাগুলিতে পরিষেবার সময় এবং সেখানকার ব্যস্ততা (মানে ভিড়) চেক করা যাবে। এই লাইভ ভিউ সার্চ ফিচার আগামী মাসে লন্ডন, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, প্যারিস এবং টোকিওতে অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে চালু হবে।