মাত্র 9000 টাকায় 43 ইঞ্চি Smart TV লঞ্চ করল Xiaomi, ছবি বা শব্দ নিয়ে কোনো কথা হবেনা

মূলত স্মার্টফোন দিয়ে ব্যবসা শুরু করে জনপ্রিয়তা পেলেও, Xiaomi এখন বাজারের অন্যতম বড় টেক ব্র্যান্ড। সংস্থার প্রোডাক্ট পোর্টফোলিওতে এখন ল্যাপটপ থেকে শুরু করে এয়ার পিউরিফায়ার অবধি নানা ধরণের ডিভাইস, অ্যাক্সেসরিজ এবং গ্যাজেট উপলব্ধ রয়েছে। এমতাবস্থায় চীনা কোম্পানিটি এবার তার ৪৩ ইঞ্চি টিভির একটি নতুন সংস্করণ লঞ্চ করেছে, যার দাম এবং ফিচার গত বছর লঞ্চ হওয়া পূর্বসূরী মডেলের মতোই। হ্যাঁ, Xiaomi সম্প্রতি কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই Xiaomi TV EA43 2023 নামে একটি নতুন বাজেট স্মার্ট টিভি লঞ্চ করেছে যা বিদ্যমান ২০২২ মডেলের একটি আপগ্রেডেড ভার্সন। কিন্তু তাহলে কী আছে এই নতুন টিভিতে? আসুন জেনে নিই।

Xiaomi TV EA43 2023-এর স্পেসিফিকেশন

শুরুতেই বলেছি শাওমি নতুন টিভি লঞ্চের ব্যাপারে কোনো ঘোষণা করেনি; এই বিষয়ে প্রকাশ হয়নি কোনো বিজ্ঞাপনও। কিন্তু নিঃশব্দে সংস্থাটি শাওমি টিভি ইএ৪৩-এর নতুন ২০২৩ সংস্করণটি নিজের দেশীয় বাজারে লঞ্চ করেছে – এক্ষেত্রে তারা সরাসরি টিভিটিকে একটি অনলাইন রিটেলারের ওয়েবসাইটে বিক্রির জন্য তালিকাভুক্ত করেছে। ফিচারের কথা বললে, এই নতুন শাওমি টিভিতে এর পূর্বসূরীর মতোই মেটাল ফ্রেম বিশিষ্ট ৪৩ ইঞ্চি স্ক্রিন ফুল-এইচডি এলইডি-ব্যাকলিট এলসিডি স্ক্রিন রয়েছে যার স্ক্রিন-টু-বডি রেশিও ৯৬.৭%, স্ক্রিন রেজোলিউশন ১৯২০×১০৮০, রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং ভিউয়িং অ্যাঙ্গেল ১৭৮°।

এদিকে পারফরম্যান্সের জন্য টিভিটিতে দেওয়া হয়েছে ৬৪ বিট ডুয়াল-কোর অ্যামলজিক প্রসেসর, যেখানে ১ জিবি র‌্যাম এবং ১৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সুবিধা মিলবে। অন্যদিকে সাউন্ড আউটপুটের জন্য এটি ডিটিএস-এইচডি সাপোর্টযুক্ত ৮ ওয়াটের দুটি স্পিকার বহন করবে। এছাড়া কানেক্টিভিটির কথা বললে, এই টিভি মডেল ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই প্রযুক্তি (যা আগের বছরের মডেলে ছিল না), ব্লুটুথ, ২টি এইচডিএমআই পোর্ট, এভি, ২টি ইউএসবি পোর্ট, এস/পিডিআইএফ, অ্যান্টেনা এবং ইথারনেট বহন করবে।

Xiaomi TV EA43 2023-এর মূল্য, লভ্যতা

শাওমি টিভি ইএ৪৩ ২০২৩-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ৯,০০০ টাকা)। এটি আপাতত শাওমি ইওপিন (Youpin)-এ বিক্রয়ের জন্য উপলব্ধ। এক্ষেত্রে, আগামীদিনে এটি ভারত বা বিশ্ববাজারে পা রাখবে এমনটা জোর দিয়ে বলা যায়না। কারণ প্রথমত টিভিটি লঞ্চের প্রসঙ্গে সংস্থা সেরকম হইচই করেনি, তাছাড়া এর আগের বছরের মডেলটিও চীনের বাইরে কোথাও লঞ্চ হয়নি।