Realme TechLife Buds T100 একইদিনে Realme 9i 5G ফোনের সাথে ভারতে লঞ্চ হচ্ছে, ডিজাইনে রয়েছে চমক

আগামী ১৮ আগস্ট ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Realme TechLife Buds T100 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন। একই সাথে লঞ্চ হবে সংস্থার Realme 9i 5G স্মার্টফোনটিও। সংস্থাটি ইতিমধ্যেই তার নিজস্ব ওয়েবসাইটে আপকামিং ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনের একটি মাইক্রোসাইট তৈরি করেছে। সেখান থেকেই নতুন এই অডিও ডিভাইসটির ফিচার সামনে এসেছে। সংস্থার মতে, একবার চার্জে ইয়ারফোনটি ২৮ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে। তাছাড়া ইয়ারফোনটি এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন ফিচার অফার করতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক Realme TechLife Buds T100 ইয়ারফোনটি সম্পর্কে কি কি তথ্য জানা গেল।

Realme TechLife Buds T100 ইয়ারফোনের ফিচার ও স্পেসিফিকেশন

মাইক্রোসাইটের তথ্য অনুযায়ী, আসন্ন রিয়েলমি টেকলাইফ বাডস টি১০০ ইয়ারফোনটি ইন-ইয়ার ডিজাইনের সাথে আসছে। তাছাড়া এতে থাকবে সিলিকনের ইয়ারটিপ এবং লং স্টেম। ট্রান্সপারেন্ট ডিজাইন বাদ দিলে আপকামিং ইয়ারফোনটি নাথিং ইয়ার (১) ইয়ারফোনের মতোই দেখতে হবে। এমনকি কল চলাকালীন বাইরের অবাঞ্ছিত আওয়াজ কমাতে এতছ এআই এএনসি ফিচার সাপোর্ট করবে। উপরন্তু স্বচ্ছ বেস সরবরাহ করার জন্য এই ইয়ারফোনে থাকবে পিক প্লাস টিপিইউ (PEEK+TPU) তৈরি উন্নত কম্পোজিট ডায়াফ্রাম।

অন্যদিকে, নতুন রিয়েলমি টেকলাইফ বাডস টি১০০ ইয়ারফোনের চার্জিং কেস পেবল লাইক ডিজাইনের, যা একবার চার্জে ২৮ ঘণ্টা পর্যন্ত প্লে টাইম অফার করতে সক্ষম। তদুপরি, এর প্রত্যেকটি ইয়ারবাড ৬ ঘন্টা ব্যাটারি লাইফ অফার করতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি। আবার ফাস্ট চার্জিং সাপোর্ট করায় ইয়ারফোনটি মাত্র ১০ মিনিটে চার্জ ১২০ মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে।

পরিশেষে জানিয়ে রাখি, Realme TechLife Buds T100 ইয়ারফোন ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে আসতে চলেছে। তবে এখনো পর্যন্ত এই ইয়ারফোনের দাম এবং লভ্যতা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।