Dell ভারতে আনলো নতুন Chromebook, জানুন দাম

ইলেকট্রনিক্স ব্র্যান্ড Dell আজ তাদের নতুন Chromebook, Latitude 7410 Chromebook Enterprise ভারতে লঞ্চ করলো। যদিও ল্যাটিটুড ৭৪১০ ক্রোমবুক এন্টারপ্রাইস এর ভারতীয় দাম জানা যায়নি। এটির প্রাথমিক দাম শুরু হয়েছে ১২৯৯ ডলার থেকে। তবে কোম্পানি জানিয়েছে এই Chromebook এর আই৩ ভার্সনও শীঘ্রই আসবে, যার দাম শুরু হবে ১,০৯৯ ডলার থেকে।

Dell Latitude 7410 Chromebook Enterprise স্পেসিফিকেশন:

লো ব্লু লাইট টেকনোলজির সাথে Latitude 7410 Chromebook Enterprise এ 4K প্যানেল দেওয়া হয়েছে। এর চারপাশেই সরু বর্ডার আছে। আবার এতে দেওয়া হয়েছে নয়েস রিডাকশন ফিচার। কোম্পানির দাবি এই ক্রোমবুক ২১ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে পারে। এর ExpressCharge ফিচারের মাধ্যমে কেবল ২০ মিনিটে ক্রোমবুকটি ০-৩৫ শতাংশ চার্জ করা যায়। আবার ১ ঘণ্টায় ৮০ শতাংশ চার্জ হয়।

এই ক্রোমবুকে LTE মোবাইল ব্রডব্যান্ড, দশম জেনারেশন ইন্টেল কোর আই৭ প্রসেসর আছে। এছাড়াও ইন্টেল ওয়াই-ফাই ৬ সাপোর্ট দেওয়া হয়েছে। এতে পাবেন অপশনাল বিল্ট ইন প্রাইভেসি প্যানেল এবং ক্যামেরা প্রাইভেসি শাটার।

Latitude 7410 Chromebook Enterprise আপনি মেশিন অ্যালুমিনিয়াম বা কার্বন ফাইবার, দুটি বিকল্পে কিনতে পারবেন। এই ল্যাপটপটিকে Athena innovation programme প্রজেক্টে ইন্টেলের সাথে মিলে Dell বানিয়েছে।